
স্টাফ রিপোর্টার।।
আওয়ামী লীগের কারো ভোটে চেয়ারম্যান হয়নি – জামাত বিএনপির লোকের ভোটে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছি। মানুষ পরিবর্তন চেয়েছে তাই আমি পাশ করেছি। আমার জানা সত্ত্বে কারো ক্ষতি করি নি। সবসময় চেস্টা করেছি মানুষের উপকার করার। কালীর বাজার সাধারণ ছাত্র -জনতার ইফতার মাহফিলের বক্তব্যে এমন কথা বলেন কালীর বাজার ইউপি চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম সিআইপি।
তথ্য সূত্রে জানা গেছে ; গত ২ মার্চ রবিবার আদর্শ সদর উপজেলার মাসিক সভা থেকে ফেরার পথে তাকে জেলা ডিবি পুলিশ ও কোতয়ালী থানা পুলিশের একটি টিম গ্রেফতার করলে গত ২৫ মার্চ মুক্তি পেয়েছে। তবে স্থায়ী জামিন হয়নি বলেও জানিয়েছেন সূত্রটি।
২৭ মার্চ বৃহস্পতিবার কুমিল্লা জেলার আর্দশ সদর উপজেলার কালীর বাজার ইউনাইটেড পাবলিক উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে কালীর বাজার সাধারণ ছাত্র জনতার ব্যানারে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় বিভিন্ন রাজনৈতিক ব্যাক্তিবর্গ ও সমাজকর্মী এবং তরুণ সেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।
ইফতার মাহফিলের সার্বিক সহযোগীতা করেন; নরুল হক এন্ড হাজেরা ফাউন্ডেশন এনং মুন্সী ক্রোকারিজ।