
এইচ. এম.তামীম আহাম্মেদ।।
ঈদের আমেজ ছড়িয়ে পড়ুক প্রতিটি অন্তরে – সকল ভেদাভেদ ভুলে ঐক্যের স্লোগান তুলি সবে মিলে। গ্রামকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে – কুমিল্লা আদর্শ সদর উপজেলার কালীর বাজার ইউনিয়নের আদর্শ গ্রামখ্যাত ধনুয়াখলায় ঈদ মিলনমেলা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত।
গত রবিবার (৮জুন) ধনুয়াখলা আহমদিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার মাঠে দুপুর ৩ টা থেকে দিনব্যাপী ঈদ মিলনমেলা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।
ঈদ উৎযাপনের শুরুতে ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন প্রবাসী র্যমিট্যান্সযোদ্ধা,এলাকার মুরব্বী, শিশু কিশোর ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। প্রতিযোগিতার মধ্যে ছিলো হাঁড়িভাঙ্গা ও বাসকেট বল খেলা।
অনুষ্ঠানের মূলপর্বে প্রবাসীদের এ গ্রামকে নিয়ে ভাবনা ও এলাকার প্রবীণ মুরব্বীদের উম্মোক্ত মতপ্রকাশের পূর্বে ফুল দিয়ে বরণ করে নেন আয়োজক কমিটি।
এ সময় মোঃ ফয়েজ আহমেদ মুন্সীর সঞ্চালনায় প্রফেসর মুজাহিদুল ইসলামের পরিচালনায় আয়োজক কমিটির পক্ষ থেকে ধনুয়াখলা গ্রামকে মডেল গ্রাম হিসেবে তৈরীর রোডম্যাপ উপস্থাপনা করা হয়। এতে সম্মতি জানান এলাকার সকল শ্রেণীপেশার মানুষজন।
সাংস্কৃতিক সন্ধ্যায় নাট্যশিল্পী ও ইসলামি সংগীত শিল্পীদের মনকাড়া আয়োজনে মেতে উঠেছিলেন দর্শকরা। অনুষ্ঠান শেষে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন আয়োজকরা।