
আমির হামজা কুমিল্লা প্রতিনিধি।
কুমিল্লার বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলায় পানি বেড়ে বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে। ভোগান্তি বাড়ছে পানিবন্দী মানুষের। একতলা বিশিষ্ট বাড়ী সহ অনেক বাড়ী ঘর ভেঙে যাওয়ার খবরও পাওয়া যায়।
বুড়িচং উপজেলার ফকির বাজার স্কুল এন্ড কলেজে আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে গত ২৩ই আগষ্ট আশ্রয়কেন্দ্র প্রায় ২৪০জন মানুষ রয়েছে। বন্যা কবলিত আশ্রয়কেন্দ্র থাকা লোকদের সঙ্গে কথা বলে জানা যায় এবং আশেপাশের স্থানীয় ও এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা হলে তারা আক্ষেপ করে বলেন যে, ত্রাণের গাড়ি ঢাকা সহ অন্যন্যা জেলা থেকে ছেড়ে আসে এবং স্কুলের আশ্রয় কেন্দ্রে পৌঁছালেও আশ্রয় কেন্দ্রের মানুষ তা যথাযথ মর্যাদায় খাবার পাচ্ছে না। তারা জানায় যে, খাবার ভিতরে আসার সাথে সাথেই সিন্ডিকেটের কবলে পড়ে যায়। নগত অর্থের হিসাব নিয়েও অনেকে প্রশ্ন তুলেছেন। বন্যার পানি কমলেও, বাড়ছে জনদুর্ভোগ।গবাদিপশু সহ অনেক খাবার সড়িয়ে নিয়েছে সিন্ডিকেট বাহিনী। আজ মঙ্গলবার সকাল ১০ ঘটিকার সময় আশ্রয়কেন্দ্রের গেইট দখল করে বিভিন্ন স্লোগান দিতে থাকে সাধারণ শিক্ষার্থীরা পরে এক পর্যায়ে বুড়িচং উপজেলার নির্বাহী কর্মকর্তা মোসা: সাহিদা আক্তার জানায় যে স্কুল শিক্ষক বহির্ভূত কোন কমিটি এই আশ্রয়কেন্দ্রে থাকতে পারবে না এবং স্কুল প্রিন্সিপাল সহ স্থানীয় প্রতিনিধি সাধারণত শিক্ষার্থীদের হয়ে কাজ করবে বলে তিনি জানায়।
ঢাকা থেকে যারাই ত্রাণ সহায়তা নিয়ে কুমিল্লা আসছে কাছাকাছি স্পটগুলোতে আসতেই শেষ হয়ে যাচ্ছে ত্রাণ। প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত পৌঁছাতে পারছে না নৌকা’র সংকট থাকার কারণে।