
এইচ.এম.তামীম আহাম্মেদ:-
কুমিল্লা জেলার কনটেন্ট ক্রিয়েটরদের সংগঠন “বৃহত্তর কুমিল্লা কন্টেন্ট ক্রিয়েটর এসোসিয়েশনে’র মিলনমেলা আগামী ১৭ ফেব্রুয়ারী অনুষ্ঠিত হবে৷ রেজিষ্ট্রেশন শেষ তারিখ ১৪ ই ফেব্রুয়ারী শুক্রবার।
গত ১০ ফেব্রুয়ারী সোমবার সন্ধ্যায় কুমিল্লার টমছমব্রীজে অবস্থিত হোটেল ওয়াসিসে এ সিদ্ধান্ত নেন সংগঠনটির নেতৃবৃন্দরা।
এসময় সংগঠনটির সভাপতি টিপু চৌধুরী বলেন; আমরা গত বছরের ন্যায় এবারও কুমিল্লার সকল নতুন পুরাতন কনটেন্ট ক্রিয়েটর ঐক্যবদ্ধ করার লক্ষ্যে একত্রিত করতে চাচ্ছি। আমরা চাই কুমিল্লার কনটেন্ট ক্রিয়েটররা কুমিল্লাকে বিশ্বের দরবারে তুলে ধরুক। নতুনরা কিভাবে শুরু করলে খুব সহজে সাকসেস হতে পারবে সে বিষয়ে ধারণা দেয়ার চেস্টা করব “ইনশাআল্লাহ “। যারা কন্টেন্ট ক্রিয়েটশে আসতে চান আপনারা ও রেজিষ্ট্রেশন করতে পারেন – রেজিষ্ট্রেশনের শেষ তারিখ ১৪ই ফেব্রুয়ারী শুক্রবার। বিস্তারিত জানতে যোগাযোগ করুন :- 01631480823.