ইসকন নিষিদ্ধ ও আইনজীবীর হত্যাকারীদের ফাঁসি দাবি

 

চট্টগ্রামে হেফাজতের সমাবেশ

ইসকন নিষিদ্ধ ও আইনজীবীর হত্যাকারীদের ফাঁসি দাবি

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম

আপডেট: ৩০ নভেম্বর ২০২৪, ০১: ৩৭

ফলো করুন

ইসকন নিষিদ্ধ ও আইনজীবী সাইফুল ইসলামের হত্যাকারীদের ফাঁসির দাবিতে হেফাজতে ইসলাম বাংলাদেশের মিছিল। আজ বেলা দুইটায় চট্টগ্রাম নগরের ওয়াসা মোড়ে

ইসকন নিষিদ্ধ ও আইনজীবী সাইফুল ইসলামের হত্যাকারীদের ফাঁসির দাবিতে হেফাজতে ইসলাম বাংলাদেশের মিছিল। আজ বেলা দুইটায় চট্টগ্রাম নগরের ওয়াসা মোড়েছবি: প্রথম আলো

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলামকে হত্যায় জড়িত ব্যক্তিদের ফাঁসি ও ইসকনকে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধের দাবি জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতারা। আজ শুক্রবার চট্টগ্রাম নগরে অনুষ্ঠিত সমাবেশ থেকে এই দাবি জানান তাঁরা।

 

‘আইনজীবী সাইফুল ইসলামকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদে ইসকনকে নিষিদ্ধ ও হত্যাকারীদের ফাঁসির দাবিতে’ হেফাজতে ইসলাম চট্টগ্রাম মহানগর এই কর্মসূচির আয়োজন করে। আজ জুমার নামাজের পর একটি বিক্ষোভ মিছিল নগরের জমিয়াতুল ফালাহ মসজিদের সামনে থেকে বের হয়ে ষোলোশহর ২ নম্বর গেট এলাকায় শেষ হয়। সেখানে সমাবেশে বক্তব্য দেন হেফাজতের নেতারা।

 

সমাবেশ থেকে আগামী সোমবার চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনারের কার্যালয়ে স্মারকলিপি দেওয়ার ঘোষণা দেওয়া হয়। এদিকে হেফাজতের কেন্দ্রীয় কার্যালয় হাটহাজারীতেও ইসকন নিষিদ্ধ ও আইনজীবী হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *