এইচ.এম.তামীম আহাম্মেদ। ।
কিছুক্ষণের জন্য যেন হারিয়ে গিয়েছিলাম কান্নাভরা এক মজলিসে- খুশির কান্নায় দোয়া মোনাজাতে ভেঙ্গে পড়েন মাদ্রাসা শিক্ষার্থী অভিভাবক ও আমন্ত্রিত মেহমানরা৷ বলছিলাম; কুমিল্লা আদর্শ সদর উপজেলার কালীর বাজার ইউনিয়নের ধনুয়াখলার খ্যাত নামা ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান জামি'আ হালিমা খাতুন মহিলা মাদ্রাসার উদ্বোধনের কথা।
২৯ জানুয়ারী বুধবার সদরের কালীর বাজার ইউনিয়নের ধনুয়াখলা গ্রামে অবস্থিত প্রতিষ্ঠানটির ৫ম তলা বিশিষ্ট বহুতল ভবন উদ্বোধনকালে কান্নায় ভেঙ্গে পড়েন সবাই। দোয়া মোনাজাত পরিচালনা করেন - উস্তাদুল ওলামা রাজধানী ঢাকায় অবস্থিত মক্কীনগর মাদ্রাসার মুহাদ্দিস হাফেজ মাওঃ মোঃ হারুনুর রশীদের কান্না জড়িত মোনাজাতে আবেগে আপ্লূত হয়ে পড়েন অতিথিরা।
এ সময় লেখক,কলামিস্ট এবং ডিএমএফ ডাক্তার তামীম আহাম্মেদের সঞ্চালনায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন মক্কীনগর মাদ্রাসার মুহাদ্দিস হাফেজ মাওঃ মোঃ হারুনুর রশীদ, স্বাগত বক্তব্য প্রদান করেন ; প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও পরিচালক আলহাজ্ব মাওঃ মোঃ নাছিম উদ্দিন, সভাপতিত্ব করেন ; আলহাজ্ব মোঃ শফিকুর রহমান, বক্তব্য রাখেন ; শিক্ষানুরাগী ও সমাজ সেবক এম এ কদ্দুস সহ আরও অত্র প্রতিষ্ঠানের শিক্ষককেরা।