কালীর বাজারের প্রাচীন ও সর্বপ্রথম মহিলা মাদ্রাসার বহুতল ভবনের শুভ  উদ্বোধন ২৯ জানুয়ারী। 

নিউজ ডেস্ক।।
কুমিল্লা আদর্শ সদর উপজেলার কালীর বাজার ইউনিয়নের ধনুয়াখলায় অবস্থিত জামি’আ হালিমা খাতুন মহিলা মাদ্রাসার ৫ম তলা বিশিষ্ট বহুতল ভবনের শুভ উদ্বোধন হতে যাচ্ছে –  মাসের ২৯ জানুয়ারী বুধবার।

জানা গেছে ; মাদ্রাসাটি ২০০৬ সালে মায়ের নামে  প্রতিষ্ঠা করেন আলহাজ্ব মাওঃ মোঃ নাছিম উদ্দিন। দীর্ঘ ২০ বছর যাবত কোরআন সুন্নাহের আলোকে ধর্মীয় শিক্ষা দিয়ে যাচ্ছেন প্রতিষ্ঠানটিতে। উক্ত অনুষ্ঠানটিতে প্রধান আলোচক ও দোয়া মোনাজাত করবেন ; রাজধানী ঢাকায় অবস্থিত  মক্কীনগর মাদ্রাসার মুহাদ্দিস হাফেজ মাওঃ মোঃ হারুনুর রশীদ।

প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা আলহাজ্ব মাওঃ মোঃ নাছিম উদ্দিন জানান ; মায়ের সপ্ন ছিলো দ্বীনের মারকা’জ করার। আমরা বংশপরাম্পর এ বাড়ীতে দ্বীনি খিদমাহ করে আসছি। যুগের সাথে তাল মিলিয়ে অত্যাধুনিক পদ্ধতীতে দ্বীনের খিদমাহ ই আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য। এ মারকা’জ আমার নয়; মুসলিম মা বোনদের জন্য এবং এলাকাবাসীর দ্বীনি খিদমাহের জন্য ই তৈরী করা। আমাদের ৫ম তলা বিশিষ্ট বহুতল ভবনের একাংশ শেষ হয়েছে। আলহামদুলিল্লাহ” মহান রাব্বুল আলামীনের কৃপায় আমরা ছাত্রীদের নিয়ে ভবনে উঠার প্রস্তুতি গ্রহণ করছি। ইনশআল্লাহ; ২৯ জানুয়ারী বুধবার সকাল ৯ ঘটিকায় দোয়া মোনাজাত হবে। দোয়া মোনাজাত করবেন আমার শ্রদ্ধাভাজন উস্তাদ হাফেজ মাওলানা মোঃ হারুনুর রশীদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *