
নিউজ ডেস্ক।।
কুমিল্লা আদর্শ সদর উপজেলার কালীর বাজার ইউনিয়নের ধনুয়াখলায় অবস্থিত জামি’আ হালিমা খাতুন মহিলা মাদ্রাসার ৫ম তলা বিশিষ্ট বহুতল ভবনের শুভ উদ্বোধন হতে যাচ্ছে – মাসের ২৯ জানুয়ারী বুধবার।
জানা গেছে ; মাদ্রাসাটি ২০০৬ সালে মায়ের নামে প্রতিষ্ঠা করেন আলহাজ্ব মাওঃ মোঃ নাছিম উদ্দিন। দীর্ঘ ২০ বছর যাবত কোরআন সুন্নাহের আলোকে ধর্মীয় শিক্ষা দিয়ে যাচ্ছেন প্রতিষ্ঠানটিতে। উক্ত অনুষ্ঠানটিতে প্রধান আলোচক ও দোয়া মোনাজাত করবেন ; রাজধানী ঢাকায় অবস্থিত মক্কীনগর মাদ্রাসার মুহাদ্দিস হাফেজ মাওঃ মোঃ হারুনুর রশীদ।
প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা আলহাজ্ব মাওঃ মোঃ নাছিম উদ্দিন জানান ; মায়ের সপ্ন ছিলো দ্বীনের মারকা’জ করার। আমরা বংশপরাম্পর এ বাড়ীতে দ্বীনি খিদমাহ করে আসছি। যুগের সাথে তাল মিলিয়ে অত্যাধুনিক পদ্ধতীতে দ্বীনের খিদমাহ ই আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য। এ মারকা’জ আমার নয়; মুসলিম মা বোনদের জন্য এবং এলাকাবাসীর দ্বীনি খিদমাহের জন্য ই তৈরী করা। আমাদের ৫ম তলা বিশিষ্ট বহুতল ভবনের একাংশ শেষ হয়েছে। আলহামদুলিল্লাহ” মহান রাব্বুল আলামীনের কৃপায় আমরা ছাত্রীদের নিয়ে ভবনে উঠার প্রস্তুতি গ্রহণ করছি। ইনশআল্লাহ; ২৯ জানুয়ারী বুধবার সকাল ৯ ঘটিকায় দোয়া মোনাজাত হবে। দোয়া মোনাজাত করবেন আমার শ্রদ্ধাভাজন উস্তাদ হাফেজ মাওলানা মোঃ হারুনুর রশীদ।