
কুমিল্লা আর্দশ সদর উপজেলার কালীর বাজার ইউনিয়নের সকল মানবিক সংগঠনের ঐক্যবদ্ধ সিদ্ধান্ত – মাদক মুক্ত কালীর বাজার গঠন।
গত ৬ ডিসেম্বর শুক্রবার বাদ এশা কালীর বাজার ইউনাইটেড পাবলিক উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে উক্ত সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় ইউনিয়নটির প্রায় ৩০ টি সংগঠনের সমম্বয়ে সকলের ঐক্যবদ্ধ সিদ্ধান্তে বিভিন্ন মানবিক কাজের প্রস্তাবনা আসে। এর ধারাবাহিকতায় মাদকমুক্ত সমাজ গঠন ও মাদক নির্মুলে সকল সংগঠনের হার্ড নেটওয়ার্কের মাধ্যমে মাদক নির্মুল ও প্রতিরোধে কাজ করবে বলে সম্মতি প্রকাশ করেন সংগঠকরা।
মাদক থেকে যুব সমাজকে সড়িয়ে আনতে নাম মাত্র এন্টি ফিতে ৮ ই ডিসেম্বর থেকে নাইট ট্রোনামেন্টের আয়োজন করেন কালীর বাজার ইউনিয়নের প্রাচীন সংগঠন” রায়চো কলাবাগান ক্লাব” – আগামী ১৬ ই ডিসেম্বর উক্ত ট্রোনামেন্টের ফাইনালের আয়োজন করা হয়। এতে অংশ গ্রহণের ঢাক দিয়েছেন ইউনিয়নটির সকল মানবিক সংগঠনগুলোর সদস্যদের।