
এইচ.এম.তামীম আহাম্মেদ।।
কুমিল্লা আদর্শ সদর উপজেলার কালীর বাজারে মাহে রমজানের পবিত্রতা রক্ষা, দিনের বেলা হোটেল-রেস্তোরাঁ বন্ধ রাখা, নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখা, সকল প্রকার বেহায়াপনা বন্ধের দাবিতে মাহে রমজানের স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জামাতে ইসলামী কালীর বাজার শাখার আয়োজনে ২৭ ফেব্রুয়ারী বৃহস্পতিবার
বাদ আছর মিছিলটি কালীর বাজার কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।
শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হলে নেতৃবৃন্দদের বক্তব্য শেষে মিছিলের মাধ্যমে সমাপ্ত হয়।
এসময় বক্তারা বলেন, মাহে রমজানের পবিত্রতা রক্ষা করা প্রত্যেক মুসলমানদের ঈমানী দায়িত্ব, পবিত্র রমজান মাস উপলক্ষে স্বাগত মিছিল করা হয়েছে।
মিছিল থেকে পবিত্র রমজান মাস উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্য সামগ্রীর মুল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার দাবি জানানো হয়।