এইচ.এম.তামীম আহাম্মেদ।।
কুমিল্লা আদর্শ সদর উপজেলার সামাজিক ও মানবিক সংগঠন রংতুলি সেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ৫০ টিরও বেশী সেবা নিয়ে চালু হয়েছে রংতুলি সেচ্ছাসেবী সংগঠন নামক অ্যাপস। যাতে পাওয়া যাবে - ফায়ার সার্ভিস,এম্বুলেন্স, ডাক্তার, রক্তদাতা ইত্যাদি সহ জরুরী সেবার নাম্বার এক ক্লিকেই।
১ লা আগস্ট শুক্রবার সকাল ১১ টায় ঢাকা - চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার সৈয়দপুর অংশের হোটেল নূর মহলের অডিটোরিয়ামে জমকালো আয়োজনের মধ্যে দিয়ে অ্যাপসটিকে উন্মুক্ত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন সংগঠক, মানবিককর্মী, সেচ্ছাসেবী, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন।
অনুষ্ঠানটি পবিত্র কোরআন তিলাওয়াত ও অতিথিদের ফুল দিয়ে বরণের মাধ্যমে শুরু হলে বক্তব্য ও কবুতর উড়িয়ে সংগঠণের অ্যাপসের প্রতীকের মাধ্যমে শেষ হয়।
বক্তারা বলেন; এ অ্যাপস রংতুলি সেচ্ছাসেবী সংগঠনের নয় এ অ্যাপস আমাদের সকলের। আমরা অবশ্যই এমন ভালো কাজ সবার মাঝে ছড়িয়ে দিবো "ইনশাআল্লাহ"