
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলাধীন কালাকচুয়া এলাকায় দ্রুতগতির একটি যাত্রীবাহী বাসের চাপায় দাদী-নাতি নিহত হয়েছে। শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে কালাকচুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাজিয়া বেগম কুমিল্লা আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের রাচিয়া মৌলভী বাড়ির আরব এ রহমানের স্ত্রী, এবং নিহত ইসমাঈল হোসেন আরব এ রহমানের ছেলে কামাল উদ্দিনের ছেলে।
ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার কালাকচুয়া এলাকায় রাস্তা পারাপারের সময় এশিয়া লাইনের একটি যাত্রীবাহী বাসের চাপায় দাদী-নাতি নিহত হয়েছে।
ইকবাল বাহার বলেন, নিহত দুজনকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে, আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ দুটি হস্তান্তর করা হবে।