কুমিল্লায় রাজার বাগের আস্তানা বন্ধের দাবীতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত।

এইচ.এম.তামীম আহাম্মেদ।।

কুমিল্লা আদর্শ সদর উপজেলার কালীর বাজার ইউনিয়নের  ধনুয়াখলা পূর্বপারা বিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন ভন্ড রাজার বাগের আস্তানা বন্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৭ আগস্ট)   সকালে স্থানীয় ওলামায়ে কেরাম, ছাত্র জনতা ও এলাকাবাসীর আয়োজনে সদরের কালীর বাজার ইউনিয়নের ধনুয়াখলা বাজারে  এ বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।

এ সময় ৫ শতাব্দিক বিক্ষোভকারীরা কালীর বাজার ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে  বিক্ষোভ শুরু করে ধনুয়াখলা বাজারে এসে প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণ করেন।

বিক্ষোভকারী জনতা এসময় “রাজার বাগী আস্তানা- কালীর বাজারে হবে না,  রাজার বাগী আস্তানা – ভেঙে দাও গুড়িয়ে দাও, একশন টু একশন- ডাইরেক্ট একশন, মুসলমানের একশন -ডাইরেক্ট একশন, ভন্ডদের আস্তানা -ভেঙে দাও গুড়িয়ে দাও ও শিরিকিদের আস্তানা- ভেঙে দাও গুড়িয়ে দাও” সহ নানা স্লোগান দিতে থাকেন।

প্রতিবাদ সমাবেশে বক্তারা ভন্ড  রাজার বাগের আস্তানার কার্যক্রম গুটিয়ে নিতে আল্টিমেটাম দেন। কোনরকম বিশৃঙ্খল পরিস্থিতি হলে সকল দায়ভার তাদের নিতে হবে বলে হুশিয়ারি দেন এবং এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহবান জানান।

এসময় উপস্থিত ছিলেন, আদর্শ  সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুম,  সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হান, জামাতে ইসলামীর নায়েবে আমীর এমদাদুল হক মামুন, হেফাজতে ইসলামীর মহানগরী আমীর মুফতি জিলানী, কালীর বাজার ইউপির চেয়ারম্যান আলহাজ্ব নুরুল ইসলাম সিআইপি,  কুফর শিরক প্রতিরোধ কমিটির সভাপতি হাফেজ আহমদ সহ আরও অনেকে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *