কুমিল্লা কালীর বাজারে” রায়চো কলাবাগান ক্লাবে’র উদ্যোগে সেচ্ছাসেবীদের মিলনমেলা।

কুমিল্লা আদর্শ সদর উপজেলার কালীর বাজার ইউনিয়নের সকল মানবিক সংগঠনের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।

গত ২২ নভেম্বর শুক্রবার সন্ধ্যায় কালীর বাজার ইউনিয়নের প্রবীন সংগঠন “রায়চো কলাবাগান ক্লাবের” উদ্যোগে রায়চো সমবায় কিন্ডার গার্ডেনে উক্ত অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

এ সময় গোলাম মোস্তফার সঞ্চালনায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন ধনুয়াখলা আহমদিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার আরবী প্রভাষক মাওঃ মোশাররফ হোসেন মামুন সহ ইউনিয়নটির প্রায় ৩০ টি মানবিক সংগঠনের নেতৃবৃন্দ ও সামাজিক, মানবিক গুণিমানুষজন।

বক্তারা বলেন; কালীর বাজারে এ প্রথম এমন আয়োজন। আয়োজক কমিটিদের সাধুবাদ জানাই। ইনশাআল্লাহ ” সামনের দিনে আমরা ঐক্যবদ্ধভাবে সকল মানবিক কাজে অবদান রাখবো৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *