অনলাইন ডেস্ক।।
কুমিল্লা ক্যামব্রিয়ান কলেজে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার্থীদের সম্মানে দোয়া ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২২ জুন) সকাল ১১টায় ক্যাম্পাসের হল রুমে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ জনাব আমিনুর রহমানের সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোঃ হোসাইন আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের পরিচালনা পরিষদের সেক্রেটারি কাজী এমরানুল ইসলাম, কলেজ ইনচার্জ শরিফুল ইসলাম, ইংরেজি বিভাগের শিক্ষক জনাব হারুনুর রশিদ ও মোঃ নাজমুল ইসলাম।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন রসায়ন বিভাগের শিক্ষক শরীফ হাসান ফাহিম। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষক রুহুল আজিজ।উপস্থিত ছিলেন বাংলা বিভাগের শিক্ষিকা তপতী দেবনাথ, আইসিটি শিক্ষক জনাব তানিম আহমেদ এবং আব্দুল হান্নান, পরীক্ষা নিয়ন্ত্রক এবং ব্যবসা বিভাগের শিক্ষক জনাব ছোটন রয়,গণিত বিভাগের শিক্ষক জনাব আরিফ সৈকত, পদার্থ বিভাগের শিক্ষক জনাব আকবর হোসাইন,পৌরনীতি বিভাগের শিক্ষিকা শামীমা শামীম, জীববিজ্ঞান বিভাগের শিক্ষিকা জনাব জান্নাতুল ফেরদাউস।অনুষ্ঠানে কলেজের কর্মকর্তা-কর্মচারী এবং ছাত্রছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।