
কুমিল্লা সদর হাসপাতালে আজ দীর্ঘতম লাইন,
Desh Bangla Tv রিপোর্টারকে রোগী ও তাদের স্বজন জানান,
টিকেট নিতে, হিমশিম খেতে হচ্ছে সাধারণ জনগণের, সকাল ৭.০০ থেকে টিকেট নেওয়ার জন্য রোগী এবং তাদের স্বজনদের টিকেট সংগ্রহ করতে দেখা যায়, তার পর ও টিকেট মিলছে না, কম সময়ে,কম ভুগান্তিতে।
কাল ১৬-০৯-২০২৪ তারিখ ঈদে মিলাদুন্নাবী (সা:) থাকার কারনে বন্ধ থাকে কুমিল্লার সদর হাসপাতাল, যার কারনে আজকে রোগীর চাপ অন্য দিন থেকে বেশি লক্ষ্য করা যায়,
এবং সাধারণ রোগী এবং তাদের সাথে থাকা পরিবার এর লোকদের থেকে জানা যায়, টিকেট কাউন্টারে ধীর গতি কাজের কারনে এমন ভোগান্তির সম্মুখীন হতে হচ্ছে সাধারণ মানুষের।
এমন অবস্থায় ইমারজেন্সি রোগী নিয়ে আসা অনেক কঠিন হয়ে পরেছে। দায়িত্ব পালনে কাজ করছে আনসার বাহিনী, তাদের কে ও হিমশিম খেতে হচ্ছে সাধারণ জনগণের ঠিক রাখার জন্য।
সাধারণ জনগণ ও রোগীদের অনুরোধ টিকেট কাউন্টার সংখ্যা বাড়ানোর জন্য, যাতে মানুষ চিকিৎসা নিতে এসে ভোগান্তির সম্মুখীন হতে না হয়।