চট্টগ্রামে পূজা মণ্ডপে ‘ইসলামি সংগীত’, জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ ডিসির।

সমগ্র বাংলাদেশ বিশ্ব ক্রিকেট খেলা বাণিজ্য হ্যালো গ্লিটজ লাইফস্টাইল টেক সব খবর

 

চট্টগ্রাম

চট্টগ্রামে পূজা মণ্ডপে ‘ইসলামি সংগীত’, জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ ডিসির

“স্টেজের দায়িত্বে আমাদের কমিটির যে যুগ্ম সম্পাদক ছিলেন তাকে তাৎক্ষণিক বহিষ্কার করা হয়েছে,” বলেন আয়োজক কমিটির একজন।

 

 

চট্টগ্রামে পূজা মণ্ডপে ‘ইসলামি সংগীত’, জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ ডিসির

চট্টগ্রাম ব্যুরো

 

 

চট্টগ্রাম নগরীর জে এম সেন হলে দুর্গাপূজার মহাসপ্তমীর অনুষ্ঠানে ইসলামি সংগীত পরিবেশন করেছে একটি সংগঠন; যা নিয়ে সমালোচনা ও ক্ষোভ তৈরি হলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস এসেছে জেলা প্রশাসনের পক্ষ থেকে।

 

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে নগরীর জে এম সেন হলে চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদ আয়োজিত সপ্তমী পূজার আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে ‘চট্টগ্রাম কালচারাল একাডেমি’ নামের একটি সংগঠন দুটি গান পরিবেশন করে।

 

এ ঘটনার পর সেখানে হিন্দুদের মধ্যে ক্ষোভ তৈরি হলে সেনাসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য বাড়ানো হয়। ক্ষুদ্ধ সনাতন ধর্মালম্বীরা সেখানকার সামনের সড়কে বিক্ষোভও করেছেন।

 

 

পরে ডিসি ফরিদা খানম মণ্ডপে গিয়ে বক্তব্য দেন এবং জড়িতদের গ্রেপ্তার ও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মামলা করার আশ্বাস দেন।

 

“আমি জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে বলছি এ ঘটনায় যারাই জড়িত হোক না কেন, তারা যতই ক্ষমতাধর হোক না কেন আগামী ২৪-৪৮ ঘণ্টার মধ্যে তাকে গ্রেপ্তার করা হবে।”

 

চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক হিল্লোল সেন উজ্জ্বল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জেলা প্রশাসক ম্যাডাম পরিদর্শনে এসে আশ্বাস দিয়েছেন জড়িতদের গ্রেপ্তার করা হবে এবং তাদের বিরুদ্ধে মামলা হবে। আমরা মামলা করব।

 

 

“স্টেজের দায়িত্বে আমাদের কমিটির যে যুগ্ম সম্পাদক ছিলেন তাকে তাৎক্ষণিক বহিষ্কার করা হয়েছে।”

 

রাতেই মণ্ডপে আসেন ডিসি ফরিদা খানম।

রাতেই মণ্ডপে আসেন ডিসি ফরিদা খানম।

 

 

ঘটনার বিবরণ দিয়ে পূজা পরিষদের এক সংগঠক বলেন, সন্ধ্যা ৭টার দিকে বংশী শিল্পী গোষ্ঠী নামে একটি সংগঠন গান পরিবেশনের পর চট্টগ্রাম কালচারাল একাডেমির ছয়জন যুবক এসে গান গাওয়ার কথা বলে। পূজা পরিষদের যুগ্ম সম্পাদক সজল দত্তের সহযোগিতায় তারা স্টেজে উঠে দুটি ইসলামি গান পরিবেশন করে কোনো বাদ্যযন্ত্র ছাড়াই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *