
কুমিল্লায় ‘শহীদি মার্চ’ কর্মসূচি পালন
ছাত্র-জনতার অভ্যুত্থানের এক মাস পূর্তি উপলক্ষে কুমিল্লা শহর কান্দিরপাড়ে ‘শহীদি মার্চ’ কর্মসূচি পালন করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয়া শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিকাল ৩ টার দিকে কুমিল্লা ঈদগাহ থেকে” শহীদ মার্চ “র্যালি বের করা হয়। সেখানে শহীদদের স্মরণে বিভিন্ন শ্লোগান সম্বলিত প্ল্যাকার্ড নিয়ে এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন শিক্ষার্থীরা। র্যালিটি শহরের কান্দিরপাড় টাউনহল ময়দানে গিয়ে শেষ হয়।
পরে সেখানে এক মিনিট নীরবতা পালন শেষে নিহতদের রুহের মাগফেরাত কামনায় করা হয়।