ছোট্ট আলিফার চিকিৎসা হবেই ইনশাআল্লাহ – কবি গাজী জহিরুল ইসলাম।

এইচ.এম.তামীম আহাম্মেদ।।
মাত্র ২৫ হাজার টাকার অভাবে চিকিৎসা হচ্ছে না ছোট্ট  আলিফার এ শিরোনামে কেটিভি নিউজে প্রতিবেদন প্রকাশের পর – এগিয়ে আসেন কুমিল্লা জেলার সদর উপজেলার কালীর বাজারের মনষাশন গ্রামের কৃতি সন্তান কবি গাজী জহিরুল ইসলাম। তিনি সকল দানবীর মানুষের কাছে নিকট এ আকুতি তুলে ধরেন। বিভিন্ন সংগঠন ও মানবিক যোদ্ধারা এগিয়ে আসেন এবং বলেন; ছোট্ট আলিফার পাশে আছি। যত টাকা খরচ হোক আমরা পাশে থাকবো ইনশাআল্লাহ।

উল্লেখ্য ; ছোট্ট হাসিখুশি মেয়ে ৬ বছর বয়সী আলিফা৷  অন্যদিনের মত বিকেলে খেলতে বের হয়েছে বন্ধুদের সাথে।  এ খেলা যেন অন্ধকারের এক ছায়া নেমে আসল তার জীবনে। দৌড় ঝাঁপ  করতে করতে  অটোরিকশার নিচে পা চলে গেল ছোট্ট আলিফার।  তাৎক্ষণিক তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকগণ অপারেশন করার নির্দেশনা দেন।  ১৭ দিন যাবত ভর্তি আছেন হসপিটালে।  টাকার অভাবে চিকিৎসা খরচ চালাতে পারছে না পরিবার৷  মা বাক- প্রতিবন্ধী আর  বাবা শেরেআলী খান  মানসিকভাবে অসুস্থ।  ১৭ দিনে প্রায় ১৯ হাজার টাকা খরচ হয়েছে তাও আত্মীয়স্বজনের দেয়া অনুদান।  চিকিৎসকরা জানান; তার পরিপূর্ণ চিকিৎসা করাতে আরও ব্যয় হবে ২৫ হাজার টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *