জন্ম দিন কে উপেক্ষা করে মৃত্যুকে বরণ করে নিলেন সাংবাদিক সাকিব আল হেলাল!
__________________________
বরুড়া উপজেলাধীন খোশবাস উত্তর ইউনিয়নের বগাবাড়িয়া গ্রামের সাংবাদিক সাকিব আল হেলাল ২৪ সেপ্টেম্বর দিবাগত রাত ৩.০০ টায় চিকিৎসাধীন অবস্থায় ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সাংবাদিক সাকিব আল হেলালের মৃত্যুতে আমরা গভীর শোকাবহ।
গতকাল ২৪ সেপ্টেম্বর ছিল সাকিব আল হেলালের ৩৭তম জন্ম দিন। আইসিইউ বেডে জ্ঞানশূন্য সাকিব আল হেলাল কি জানতেন জন্ম দিনেই তাঁর মৃত্যু নামক যমদূত অপেক্ষা করছেন? সাংবাদিক সাকিব আল হেলাল দীর্ঘদিন কিডনি সমস্যায় ভুগছিলেন তাঁর দুইটি কিডনি বিকল হয়ে যাওয়ায় জরুরী ভিত্তিতে গত এক মাস পূর্বে ঢাকার শ্যামলীতে অবস্থিত CKD হসপিটালে ভর্তি করানো হয়। সাকিব আল হেলালের মৃত্যু মুখ তার মা দেখতে পারবেন না বলে নিজের কিডনি ছেলেকে দিতে চেয়েছিলেন তখন অর্থের শূন্যতা দেখা দিয়েছিল! সাংবাদিক সাকিব আল হেলাল কে বাঁচাতে খোশবাস বার্তার এক প্রতিবেদনের আলোকে দেশ বিদেশে অনেকেই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন পরম মমতায়। প্রায় ৮ লক্ষ টাকার মত সংগ্রহ হয়েছিল সাকিব আল হেলালের চিকিৎসার জন্য। CKD হসপিটালে ৮ দিন চিকিৎসার পর হঠাৎ করে তার ব্রেনে ইনফেকশন দেখা দেওয়ায় সে কাউকে চিনতে পারছিল না,১২ দিন CKD হসপিটালে চিকিৎসার পর তাকে বারডেম হসপিটালে নেওয়া হলো সেখানে আইসিইউ বেড না পাওয়ায় দ্রুতগতিতে তাকে ইবনেসিনা হসপিটালে নেওয়া হয় সেখানে এক রাত আইসিইউতে রাখার পর বিভিন্ন ভাবে চেষ্টা তদবির করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে আইসিইউ বেডে ভর্তি করানো হয়। দুইদিন আইসিইউ বেডে চিকিৎসার পর সাকিব আল হেলাল যখন তার মা ও স্ত্রীকে চিনতে পারে এবং তাদের সাথে কথা বলে, মা খুব আশান্বিত হলেন কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস সেইসব কয়েক মিনেটের কথাই শেষ কথা ছিল সাংবাদিক সাকিব আল হেলালের।
উল্লেখ্য, সাংবাদিক সাকিব আল হেলাল দীর্ঘদিন ধরে আনন্দ টিভি,বিজনেস বাংলাদেশ ও আজকের কুমিল্লা পত্রিকায় কর্মরত ছিলেন।