ট্রাফিক আইন লঙ্ঘন রাজধানীতে একদিনে ৭৩৪ মামলা।

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৭৩৪টি মামলা এবং ৩০ লাখ ৯৭ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ঢাকা

 

শনিবার (২১ সেপ্টেম্বর) ডিএমপির ট্রাফিক বিভাগ অভিযান চালিয়ে এসব মামলা ও জরিমানা করে। ডিএমপির জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

 

 

এ ছাড়া অভিযানকালে ৬৪টি গাড়ি ডাম্পিং ও ৩৫টি গাড়ি রেকার করা হয়। সেইসঙ্গে জরিমানা করা টাকার মধ্যে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের কাছ থেকে আদায় করা হয়েছে ৩ লাখ ৩৪ হজার ৫০০ টাকা।

 

আরও পড়ুন: রাজধানীতে বিপুল পরিমাণ অস্ত্রগুলিসহ গ্রেফতার

 

এতে আরও জানানো হয়, ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।

 

ট্রাফিক আইন লঙ্ঘন করায় ডিএমপির মামলা ও জরিমানা

 

আগের দিন শুক্রবার (২০ সেপ্টেম্বর) ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৩০৩টি মামলা এবং ১২ লাখ ১৪ হাজার টাকা জরিমানা করে ডিএমপির ট্রাফিক বিভাগ। এদিন ৩২টি গাড়ি ডাম্পিং ও ২০টি গাড়ি রেকার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *