
এইচ.এম.তামীম আহাম্মেদ।।
রাজধানী ঢাকার যাত্রাবাড়ী অবস্থিত মাদরাসাতুন নুরে – দ্বীনের প্রচার ও প্রসারের লক্ষ্যে আন নাফে ইসলামি ফাউন্ডেশন নামে একটি সংগঠনের আত্মপ্রকাশ হয়৷
গত ২৫ ফেব্রুয়ারী মাদরাসাতুন নুরের আডিটেরিয়ামে একটি মিলনমেলা অনুষ্ঠানের মধ্য দিয়ে সংগঠনটির আত্মপ্রকাশ হয়।
এ সময় হাফেজ মোঃ রবিউল ইসলামের সভাপতিত্বে সংগঠনটির ১০ সদস্য বিশিষ্ট প্রাথমিক কমিটি গঠন করা হয়।
বক্তারা বলেন; কিভাবে দ্বীনের খিদমাহে আমরা নিজেকে গড়ে তুলতে পারি সে বিষয়গুলো নিয়ে কাজ করব। তার পাশাপাশি দুনিয়াবী জীবনে হালাল উপার্জনে কিভাবে নিজেকে স্বাবলম্বী করা যায় তা নিয়ে নিজেকে তৈরী করব “ইনশাআল্লাহ”। তারা আরও বলেন ; এ সংগঠন ইসলাম দ্বীন ও মানবিক কাজে নিজেকে বিলিয়ে দিবে “ইনশাআল্লাহ”