তারকা খেলোয়াড়কে বাদ দিয়ে শক্তিশালী দল ঘোষণা বাংলাদেশের

সংগৃহীত

ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে দল ঘোষণা করা হয়।

 

ঘোষিত স্কোয়াডে প্রথমবারের মতো ডাক পেয়েছেন জাকের আলী অনিক। ওয়ানডে ও টি-টোয়েন্টির পর টেস্টে অভিষেকের অপেক্ষায় আছেন তিনি। পাকিস্তান সফরে থাকা দল থেকে বাদ পড়েছে পেসরা শরিফুল ইসলাম। তিনি বাদ পড়েছেন ইনজুরির কারণে। চোটের কারণে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেলেননি তিনি।

 

ভারত সিরিজের জন্য ঘোষিত বাংলাদেশ দলে আছেন চার পেসার। এছাড়া অলরাউন্ডার সাকিব আল হাসান ও মেহেদি মিরাজসহ চার স্পিনার নেয়া হয়েছে দলে।

আরও পড়ুন:

ক্রিকেটে ফিরছেন টাইগার অলরাউন্ডার সাইফউদ্দিন

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজের দুই ভেন্যু চূড়ান্ত

বল হাতে আবারও সফল সাকিব, স্পর্শ করলেন অনন্য মাইলফলক

বিসিবি পরিচালকের পদ থেকে খালেদ মাহমুদের পদত্যাগ, নেপথ্যে যে কারণ

বিডিআর বিদ্রোহে নিহত মহাপরিচালক শাকিল এখনো ভারোত্তোলনের সভাপতি!

 

উল্লেখ্য, ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ-ভারত সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে চেন্নাইয়ে। এরপর দ্বিতীয় টেস্টে ২৭ সেপ্টেম্বর কানপুরে মুখোমুখি হবে দুই দল।

 

বাংলাদেশ স্কোয়াডনাজমুল হোসেন শান্ত, সাদমান ইসলাম, জাকির হোসাইন, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদি হাসান মিরাজ, জাকের আলী, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা, তাজুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, নাঈম হাসান ও খালেদ আহমেদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *