তিস্তায় মেহেদী রাঙানো হাত বাঁধা যুবতীর মরদেহ উদ্ধার।

হাতে মেহেদি রাঙানো। সেখানে অস্পষ্টভাবে বোঝা যাচ্ছে প্রিয় কাউকে উদ্দেশ্য করে কিছু লেখা। লেখাটা হলো ‘আই লাভ ইউ’। এমন এক যুবতীর হাত বাঁধা মরদেহ উদ্ধার করা হয়েছে লালমনিরহাটের আদিতমারী উপজেলার মহিষখোচা এলাকার তিস্তা নদীর চর থেকে।

 

রোববার (২২ সেপ্টেম্বর) সকালে উপজেলার মহিষখোচা ইউনিয়নের চৌরাহা মাদরাসা এলাকায় তিস্তা নদীতে ভাসমান মরদেহ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

 

স্থানীয়রা জানান, তার হাতে মেহেদী রাঙা এবং লেখা আছে ‘আই লাভ ইউ’। নিহতের দুই হাত পিছন দিক দিয়ে ওড়না দিয়ে বাঁধা এবং কালো রংয়ের বোরখা পরা ছিল। তার মুখমণ্ডলও ঝলসানো ছিল। ধারণা করা হচ্ছে পরিচয় মুছে দিতে এসিড অথবা কোনো দাহ্য কোনোকিছু দিয়ে তার মুখ ঝলসে দেয়া হয়েছে। উজান থেকে মরদেহটি ভেসে এসেছে বলেও ধারণা করছেন স্থানীয়রা।

 

আদিতমারী থানার ওসি মাহমুদ-উন-নবী জানান, সকালে কৃষকরা কাজ করতে গিয়ে চৌরাহা মাদরাসা এলাকায় তিস্তার চরে এক যুবতীর মরদেহ পড়ে থাকতে দেখে। তবে ওই যুবতির নাম জানা যায়নি। তার বয়স আনুমানিক ২০ বছর বলে ধারণা করেন তিনি। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতাল ময়নাতদন্তের জন্য পাঠায় আদিতমারী থানা পুলিশ।

 

তিনি আরও জানান, স্থানীয়দের খবরে মরদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। একইসাথে তার পরিচয় শনাক্তে বিভিন্ন স্থানে তথ্য পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *