তেলকুপি বাজার তা’লিমুস সুন্নাহ মডেল মাদরাসার বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে।

তেলকুপি বাজার তা’লিমুস সুন্নাহ মডেল মাদরাসার বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে।

 

স্টাফ রিপোর্টোর

আমির হামজা সাকিব।

 

শনিবার (১ ফেব্রুয়ারী ) তেলকুপি বাজার মাঠে মাদরাসার পরিচালক মাও মো: ইমাম হোসেনের সভাপতিত্বে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, আমড়াতলী স্টুডেন্ট’স ফোরামের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ীক জনাব মো: জসিম উদ্দিন জসিম।

 

তিনি বলেন, নতুন প্রজন্মকে দেশ ও জাতীয় চেতনার সঙ্গে সম্পৃক্ত করতে তাদের পরিপূর্ণভাবে ক্রীড়া ও সংস্কৃতি চেতনায় গড়ে তুলতে হবে। মোবাইল থেকে দূরে রাখতে হবে। আমাদের তরুণরা খেলাধুলা ও সংস্কৃতি চর্চায় উৎকর্ষ অর্জনের মাধ্যমেই আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হবার মতো বিজয় অর্জন করবে। মাদরাসার ছাত্র- ছাত্রীরা দ্বীনি শিক্ষার পাশাপাশি সমাজ পরিচালায়ও এগিয়ে আসতে হবে।

উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক জনাব মো: মিজানুর রহমান এবং শিক্ষক-অভিভাবক ও শিক্ষার্থীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *