
এইচ.এম.তামীম আহাম্মেদ।।
কুমিল্লা আদর্শ সদর উপজেলার কালীর বাজার ইউনিয়নের ১০৮ বছরের প্রাচীন ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান ধনুয়াখলা আহমদিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার নব গঠিত গভর্নিং বডির সভাপতি নির্বাচিত হয়েছেন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক অধ্যাপক এবং কুমিল্লা ট্রমা সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল হক।
৬ আগস্ট( বুধবার) ধনুয়াখলা আহমদিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার অফিস কক্ষের একটি সাধারণ সভায় নবগঠিত ১৪ জন সদস্য বিশিষ্ট কমিটির নাম প্রকাশ করা হয় । উক্ত সভায় প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আব্দুর রহমানের সঞ্চালনায়, মাওলানা হাফেজ আহমদের সভাপতিত্বে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপাধক্ষ্য মাওলানা মোঃ মকবুল আহমেদ। তাছাড়াও আরও উপস্থিত ছিলেন ; ২নং ওয়ার্ড মেম্বার মোঃ জসিম, সমাজকর্মী আলহাজ্ব মোঃ ফয়েজ আহমেদ মুন্সী , ডাক্তার মোঃ জাহিদুল ইসলাম , চিকিৎসক মোঃ সফিউল্লাহ সহ নবগঠিত কমিটির সকল সদস্যবৃন্দ ও মাদ্রাসার শিক্ষক, এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গরা।
শুরুতে মাদ্রাসার সকল শ্রেণীকক্ষগুলো সভাপতি অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল হকের নেতৃত্ব পরিদর্শন করেন নবগঠিত কমিটির সকল সদস্যরা। ফাজিল ১ম বর্ষের ছাত্র মোঃ আল আমীন হোসাইনের কোরআন তিলাওয়াতের মাধ্যমে সাধারণ সভার মূল পর্ব শুরু হয়। ফুল দিয়ে সকলকে বরণ ও অতিথিদের বক্তব্যের পর দোয়া মোনাজাত ও মিস্টি বিতরণের মাধ্যমে শেষ হয়।