অনলাইন ডেস্ক ।।
কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার কালীর বাজারের সকল ব্যবসায়ীদের নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
গত ১৮ এপ্রিল (শুক্রবার) সন্ধ্যায় কালীর বাজার মমতাজ উদ্দিন মার্কেটে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷ উক্ত অনুষ্ঠানে ব্যবসায়ী নাঈম মোস্তফা কামালের সঞ্চালনায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন নাজিরা বাজার পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ ফারুক হোসাইন।
সভায় বাজারের উন্নয়ন ও সচেতন মুলক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন ব্যবসায়ীরা। আলোচনার মধ্য ছিলো; দ্রুত সময়ের মধ্যে বাজার কমিটি গঠন, যানজট নিরসনে ব্যবসায়ীদের ভূমিকা, বাজারে লাইটিং ও পাহারাদার ব্যবস্থা সহ নানান বিষয়ে আলোচনা করেন বক্তারা৷