নার্সিং পেশা ও নার্সদের নিয়ে কটুক্তি করায় মহাপরিচালক মাকসুরা নূর সহ নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের সকল নন নার্সিং প্রশাসন ক্যাডারদের অপসারণ এবং নার্সদের পদায়ন নিশ্চিত করার এক দফা দাবিতে সারাদেশের ন্যায় মানববন্ধন কর্মসূচির অংশ হিসেবে নার্সিং সংস্কার পরিষদের ব্যানারে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
নার্সিং সংস্কার পরিষদ কুমিল্লা জেলা শাখার উদ্যোগে রোববার (১৫ সেপ্টেম্বর) সকালে কুমিল্লা মেডিকেল কলেজের সামন
এসময়, মানববন্ধনে, দফা এক দাবি এক, মাকসুরার পদত্যাগ, নার্সিং এর হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার, আমার খায় আমার পরে, আমারেই ছোট করে, নার্সিং এর পেশায় নন নার্সের ঠাঁই নাই স্লোগান তুলে উপস্থিত নার্সিং শিক্ষার্থী ও নার্সরা।
পরে, মানববন্ধনে বক্তারা মাকসুরা নূরের পদত্যাগ সহ আরো বিভিন্ন দাবি তুলে বক্তব্য দেন। বক্তারা বলেন, নার্সিং মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নূর আমাদের নিয়ে যে কটুক্তি মূলক কথা বলেছে তার তীব্র নিন্দা জানাই। এই বক্তব্য প্রত্যাহার করে তাকে পদত্যাগ করতে হবে। নতুবা আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো। যেকোনো উপায়েই হোক মাকসুরা নূরকে সরাতে হবে, তাকে মহাপরিচালকের আসনে বসতে পারবে না।
এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন, নার্সিং ও মিডওয়াইফারি কলেজ কুমিল্লার নার্সিং ইন্সট্রাক্টর মোঃ মনিরুল ইসলাম সরকার, শাহিদা আকতার, কুমেক সিনিয়র স্টাফ নার্স ফেরদৌসী আকতার, নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের সমন্বয়ক হাসান আলী খানসহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নার্সিং কর্মকর্তা বৃন্দ, নার্সিং ও মিডওয়াইফারি কলেজ কুমিল্লার শিক্ষক এবং শিক্ষার্থীরা।