
আওয়ামী লীগের কর্মসূচি প্রতিহত করতে গুলিস্তানের জিরো পয়েন্টে নূর হোসেন চত্বর এবং দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের রাস্তায় অবস্থান নিয়েছেন বিএনপি ও দলের সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বৈষম্যবিরোধী ছাত্ররা।
এদিকে ‘অনুমতি ছাড়া’ জমায়েতের ডাক দেওয়া আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে ‘বিশৃঙ্খলা’ এড়াতে ব্যাপক প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের ( ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।
রোববার সকাল থেকে জিরো পয়েন্ট ও আশপাশের এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে, প্রস্তুত রয়েছে পুলিশের সাঁজোয়া যান ও জলকামান।
পুলিশ উপ কমিশনার তালেবুর রহমান বলেন, “ঢাকা মহানগরীতে যে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়ানোর জন্য ঢাকা মহানগর পুলিশের ব্যাপক প্রস্তুতি রয়েছে। পর্যাপ্ত ফোর্স মোতায়েনের পাশাপাশি মাঠে সাদা পোশাকে গোয়েন্দা পুলিশ সদস্যরা কাজ করছেন।
“কর্মসূচির নামে কাউকে কোনো ধরনের বিশৃঙ্খলা করতে দেওয়া হবে না। সেই পরিকল্পনা অনুযায়ী, ঢাকার নিরাপত্তা ব্যবস্থা সাজানো হয়েছে।