
এইচ.এম.তামীম আহাম্মেদ।।
কুমিল্লা আদর্শ সদর উপজেলার কালীর বাজার ইউনিয়নের কালীর বাজার ইউনাইটেড পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠে হেলিকাপ্টার যোগে ৪ প্রবাসীর আগমন।
২৩ মার্চ রবিবার দুপুর ২ টায় কালীর ইউনাইটেড পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠে ৪ জন সৌদি প্রবাসী শখ পূরণ করতে ঢাকা থেকে নিজ গ্রাম কালীর বাজারে হেলিকপ্টার যোগে আসেন ।
এ সময় এলাকার মানুষের উপচে পড়া ভীর লক্ষ্য করা গেছে। আনন্দে আত্মহারা হয়েছে এলাকাবাসী। বলছেন; এ যেন ঈদের আনন্দ। প্রথমবারের মত প্রবাসীর এমন উদ্যোগ বলে জানিয়েছেন অনেকেই। তাদের আন্তরিক মোবারকবাদ জানিয়েছেন এলাকার সকল শ্রেণী পেশার মানুষ।
প্রবাসীরা হলেন; মোঃ ইয়াছিন,মোঃ আবুল কালাম,মোঃ এরশাদ, মোঃ আঃকাদের তারা সকলে ইউনিয়নের যশপুর গ্রামের বাসিন্দা।
তাদের মধ্য থেকে ; প্রবাসী আব্দুল কাদের হেলিকপ্টার থেকে নামতেই হারিয়েছেন শখের স্মার্ট ফোন। তাৎক্ষণিক স্থানীয় সকলে মিলে খুঁজাখুজির পর মিলে নি ফোনটি। পরিশেষে স্মার্ট ফোন খুঁজে দিলে পুরস্কারের ঘোষণা করেন।