এইচ.এম.তামীম আহাম্মেদ।।
ফিলিস্তিনে বর্বর ইসরায়েলি হামলার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে মুসলিম তৌহিদি জনতার ব্যানারে ধর্মপ্রান মুসলমানরা । শুক্রবার (২১ মার্চ) কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার কাবিলা শাহী ঈদগাহ মাঠে জুম্মার নামাজ শেষে এই বিক্ষোভ মিছিল করেন।
এ সময় তারা নারায়ে তাকবির - আল্লাহু আকবর, ফিলিস্তিন ফিলিস্তিন - জিন্দাবাদ জিন্দাবাদ, আল আকসা আল আকসা - জিন্দাবাদ জিন্দাবাদ, আমি কে তুমি কে - হামাস হামাস,গোলামী না আজাদী -- আজাদী আজাদী ফিলিস্তিনে হামলা কেন -- জাতি সংঘ জবাব দে, বিশ্বের মুসলিম -- এক হও লড়াই করো, বয়কট বয়কট -- ইসরায়িলি পণ্য বয়কট বলে নানা স্লোগান দিতে থাকেন।
সরেজমিনে ঘুরে দেখা যায়, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার কাবিলা অংশ থেকে সৈয়দপুর। আবার সৈয়দপুর থেকে কাবিলা এসে বিক্ষোভটি শেষ হয় । এসময় বিভিন্নস্থান থেকে আসা ইমাম,খতীব, মাদ্রাসা শিক্ষক ও সমাজ কর্মীরা বক্তব্য রাখেন।