বন্ধ হওয়া কি সম্ভব নয়!  কালীর বাজারের সিএনজি স্ট্যান্ডের চাঁদাবাজী

স্টাফ রিপোর্টার।।

কুমিল্লা জেলার আর্দশ সদর উপজেলার কালীর বাজার ইউনিয়নের কালীর বাজারে নানা আজুহাতে দেখিয়ে চলছে কোটবাড়ি, টমছমব্রীজ রোডের সিএনজি স্ট্যান্ডের চাঁদাবাজী। চালকরা বলছেন ; ৫ আগস্ট দেশ স্বাধীন হওয়ার পর মনে করেছিলাম পরিবর্তন আসবে  কিন্তু পরিবর্তনের মানে যে হাত বদল তা জানতাম না।

চাঁদা আদায়কারীদের মধ্যে একজন বলেন; এ স্ট্যান্ডে ২ শ সিএনজি রয়েছে আমরা ১০ টাকা করে চাঁদা তুলি। দৈনিক চাঁদা উঠে ২ হাজার টাকা। স্ট্যান্ডের একটি ঘর ও জায়গার ভাড়া সহ দৈনিক খরচ ১৫ শ টাকা। বাকী ৫০০ টাকা আমরা জমা রাখি বিপদগ্রস্থ ড্রাইভারদের পাশে দাড়াতে।

৩৮ বছরের পুরনো একজন সিএনজি চালাক জানান; ১০ টাকার চাঁদা তুলার কথা বললেও ২০ টাকা করেই তুলা হয়। এ স্ট্যান্ডে ২শ সিএনজির  নয় বরং আরও বেশী সিএনজির চাঁদা উঠে। তাদের কথা অনুযায়ী ধরে নিলাম ১০ টাকা করেই তুলে। তাহলে মাস শেষে ৬০ হাজার টাকা চাঁদা উঠার কথা- তাদের হিসাব অনুযায়ী খরচ ৩০ থেকে ৩৫ হাজার টাকা বাকী ২৫ হাজার টাকা কোথায় যায়? এ পর্যন্ত কোন ড্রাইভারের বিপদে দাড়িয়েছে কেহ!

কালীর বাজারের একজন সচেতন নাগরিক বলেন ; সিএনজি স্ট্যান্ডের জিবি নামক এই চাঁদাবাজী কারা করছে তাদের মুখোশ উন্মোচন চাই।ড্রাইভারদের ঘাম জরানো টাকা খাওয়ার জন্য ২০২৪ সালে এতগুলো জীবন দেয় নাই আর আমরা ও এগুলো দেখার জন্য জীবন বাজী রেখে রাজপথে আন্দোলন করি নাই।তদন্ত সাপেক্ষে চাঁদাবাজদের মুখোশ উন্মোচন হউক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *