
মোঃ আমির হামজা সাকিব
স্টাফ রিপোর্টার কুমিল্লা।।
কুমিল্লা জেলার অন্যতম প্রতিষ্ঠান ইসলামিয়া আলিয়া কামিল মাদ্রাসা( কুমিল্লা আলিয়া মাদ্রাসা) নামে পরিচিত। দেশে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে মাদরাসার সকল কার্যক্রম বন্ধ রেখে সেবা সপ্তাহ ঘোষণা করেছে। মাদরাসার প্রিন্সিপাল মুফতি আব্দুল মতিন সাহেব নির্দেশে ও মাওঃ মুফতি সাইদুর রহমান সাহেবের নেতৃত্বে শিক্ষক ও শিক্ষার্থীরা বন্যা দূর্গত এলাকায় উদ্ধার তৎপরতা ও ত্রাণ বিতরণ করেন।
মাদরাসা কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী, শিক্ষক ও শিক্ষার্থীরা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন বন্যার্তদের জন্য।
কুমিল্লা ইসলামিয়া আলিয়া মাদ্রাসার প্রধান বৃদ্ধ বয়সেও নিজে আর্তমানবতার পাশে দাঁড়ানোর উদ্দেশ্যে আলিয়ার শিক্ষক ও শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দলসহ বন্যা দূর্গত অঞ্চলে ছুটে গিয়েছেন।
আলিয়ার প্রধান আরো বলেন, পানি চলে গেলে মানুষের দুঃখ, কষ্ট ও দুর্দশা আরো বেড়ে যাবে । মাথা গোঁচার জন্য ছাদ নেই, থাকার ঘর অবশিষ্ট নেই । তাই আমরা তাদের পাশে থাকব ইনশাআল্লাহ ।
এ সময় আলিয়ার প্রধানের সাথে উপস্থিত ছিলেন ইসলামিয়া আলিয়ার সম্মানিত আরবি শিক্ষক প্রবাষক মাওঃ মুফতি সাইদুর রহমান সাহেব। মাওলানা মোস্তাফিজ রহমান বাশারী সহ আরো অনেক শিক্ষকগণ উপস্থিত ছিলেন