বন্যার পানিতে ভেসে আসল অর্ধ গলিতলাশ।

ফেনীর সোনাগাজী উপজেলার মুহুরী নদী থেকে কাফনের কাপড় পরানো অজ্ঞাতপরিচয় অর্ধগলিত লাশ উদ্ধার করেছেন স্থানীয় লোকজন। বুধবার (২৮ আগস্ট) বিকেলের দিকে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের বাদামতলী এলাকায় মুহুরী নদীর পাশে ঝোপের মধ্যে আটকে থাকা কলাগাছের ভেলা থেকে ওই লাশ উদ্ধার করা হয়।
স্থানীয়দের ধারণা, মৃত্যুর পর বন্যার কারণে দাফনের জায়গা না পেয়ে স্বজনেরা হয়তো লাশ ভাসিয়ে দিয়েছেন। তারা জানান, মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৬৫ বছর। মুখে সাদা দাড়ি ও কাফনের কাপড়ের ভেতরে একটি বাদামি রঙের চাদর ছিল। এ নিয়ে উপজেলায় বড় ফেনী ও মুহুরী নদী থেকে এক নারীসহ তিনজনের লাশ উদ্ধার করা হলো।
বাদামতলী এলাকার রবিউল ইসলাম বলেন, গতকাল বিকেলে একটি মৃতদেহ বাদামতলী এলাকায় মুহুরী নদীর তীরে ঝোপের মধ্যে আটকে পড়ে। পরে কয়েকজন মৎস্যজীবী লাশটি ভাসতে দেখেন। খবর পেয়ে তাৎক্ষণিক তারা আট-দশজন গিয়ে লাশটি উদ্ধার করে পুলিশকে খবর দেন। লাশ অর্ধগলিত হওয়ায় বেশিক্ষণ দেরি না করে স্থানীয়ভাবে জানাজা শেষে দাফন সম্পন্ন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *