বন্যা দুর্গতদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে ইলাশপুর যুব সমাজ।

বন্যায় দুর্গতদের পাশে দাঁড়িয়েছে ইলাশপুর যুব সমাজ। টানা বৃষ্টিতে কুমিল্লা বুড়িচং বন্যার পরিস্থিতি চরম অবনতি হওয়ায় হাজার হাজার পরিবারের স্বাভাবিক জীবন প্রায় বিপন্ন হয়ে যায়। জেলায় এবার প্রথমবারের মতো বন্যায় প্লাবিত হয়ে চরম বিপর্যয়ে পড়ে লক্ষাধিক মানুষ। তাদের পাশে দাঁড়িয়ে মানবিক কার্যত্রম চালিয়ে যাচ্ছে দেশের বিভিন্ন সংগঠন।
আজ বুধবার (৪ সেপ্টেম্বর) সকাল থেকে বুড়িচং উপজেলার খাড়াতাইয়া, বুরবুড়িয়াসহ বিভিন্ন এলাকায় বন্যায় কবলিত মানুষের মাঝে ত্রাণ ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
যতদিন পর্যন্ত বন্যার পরিস্থিতি স্বাভাবিক হবেনা, ততদিন পর্যন্ত ইলাশপুর গ্রামবাসীর পক্ষ থেকে শুকনো খাবার, ত্রাণ ও বিভিন্ন ধরনের মানব সেবামূলক কার্যক্রম চলমান থাকবে বলে আশ্বাস দেন ইলাশপুর যুব সমাজ খাদ্যসামগ্রী বিতরণকালে ইলাশপুর গ্রামের সম্মানিত ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এছাড়াও বুড়িচং উপজেলায় বন্যায় কবলিত এলাকার মানুষের জন্য নিরলসভাবে কাজ করছে ইলাশপুর যুব সমাজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *