বরুড়ায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে হানিফ ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা

নিজস্ব প্রতিবেদক।।

কুমিল্লা বরুড়া উপজেলার বড়হাতুয়া গ্রামে হানিফ ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে ১৫০ জন রোগীর চিকিৎসা সেবা প্রদান করা হয়।

গত ২ এপ্রিল বুধবার বরুরা উপজেলার বড়হাতুয়া গ্রামে অবস্থিত সু-পরিচিত গরুর খামার হানিফ এগ্রো ফার্মে উক্ত চিকিৎসা সেবা প্রদান করা হয়৷

এ সময় প্রায় ১৫০ জন বিভিন্ন রোগের রোগীর চিকিৎসা প্রদান করা হয়েছে৷ বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে আনন্দে উদ্বেলিত রোগীরা।

হানিফ ফাউন্ডেশনের পরিচালক জয়নাল আহমেদ বলেন; আজই প্রথম হানিফ ফাউন্ডেশনের পক্ষ থেকে এমন আয়োজন। বিশেষজ্ঞ ডাক্তারদের মাধ্যমে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে আলহামদুলিল্লাহ। পড়া মহল্লার প্রতিটি সংগঠন এভাবে এগিয়ে আসলে গ্রামের হতদরিদ্র মানুষের অনেক উপকার হতো। আমাদের ফাউন্ডেশনের মাধ্যমে বিভিন্ন ভাবে মানুষের পাশে দাড়ানোর চেষ্টা করি। ইনশাআল্লাহ এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *