বরুড়া বড় কৈয়নী উচ্চ বিদ্যালয় এখনো হাঁটু পানির নীচে

কুমিল্লার বরুড়া উপজেলার শাকপুর ইউনিয়নে বড় কৈয়নি উচ্চ বিদ্যালয়টি এখন বন্যার পানির কারনে হাঁটু সমান পানির নীচে রয়েছে। গত ২২ আগষ্ট ২৪ ইং থেকে ২০ দিন যাবৎ পানির নীচে থাকায় শিক্ষা কার্যক্রম চালানো যাচ্ছে না। শিক্ষকরা বিদ্যালয়ে আসলে ও কোন শিক্ষার্থী এখনো বিদ্যালয়ে আসতেছে না। বড় কৈয়নি গ্রামের মোঃ মোবারক হোসেন স্যার ১৯৯৪ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। বিদ্যালয়ে বর্তমানে ৪ শ শিক্ষার্থী ও ২১ জন শিক্ষক ও কর্মচারী রয়েছেন।সরেজমিনে গিয়ে দেখা যায়, উত্তরে  বেকী চৌওরী পাকা রাস্তা হইতে স্কুল হয়ে দক্ষিণে অশ্বদিয়া বোয়ালিয়া পাকা রাস্তা পর্যন্ত মাটির রাস্তা প্রায় ৩ থেকে সাড়ে ৩ ফুট পর্যন্ত প্লাবিত,  যাহা বিদ্যালয়ের যাতায়াতের একমাত্র রাস্তা,  উল্লেখ্য যে, উক্ত রাস্তাটি ২০১৯ সালে স্হানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কর্তৃক বরাদ্দ হলেও অদ্যবধি আলোর মূখ দেখেনি,  ফলে বড় কৈয়নী,  বেকী, তারাপুকুরিয়া, ছোট কৈয়নী,  বোয়ালিয়াসহ পাশ্ববর্তী এলাকার শিক্ষার্থী ও স্হানীয় লোকজন বর্ষাকালে চলাচলে ভোগান্তির শিকার হন।এ বিষয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এনায়েত হোসেন বলেন,মাঠ টি ভরাট করা খুবই  জরুরী, পাশাপাশি রাস্তা টি সংস্কার না হলে শিক্ষার্থী ও এলাকাবাসী চলাচলে ভোগান্তির শিকার কমবে না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহোযোগিতা কামনা করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *