বৈরুতে ইসরায়েলের ভারি বিমান হামলা, দফায় দফায় বিস্ফোরণ।

লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলীয় শহরতলীতে হিজবুল্লাহর কেন্দ্রীয় সদরদপ্তর লক্ষ্য করে তুমুল বিমান হামলা চালাচ্ছে ইসরায়েলের সেনাবাহিনী। দফায় দফায় শোনা যাচ্ছে বিকট বিস্ফোরণের শব্দ।

 

হিজবুল্লাহর আল মানার টিভি’র খবরে বলা হয়েছে, হামলায় চারটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং একের পর এক বিমান হামলায় হতাহতের বহু ঘটনা ঘটেছে।

 

এই হামলা ইরান-সমর্থিত হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের এক বড় ধরনের সংঘাত। টিভিতে প্রচারিত এক বিবৃতিতে ইসরায়েলের সামরিক মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি বলেন, বেসামরিক নাগরিকদের এলাকার অনেক ভেতরে রয়েছে হিজবুল্লাহর কেন্দ্রীয় কমান্ড সেন্টার।

 

 

আল-মানার টিভিতে প্রচারিত ফুটেজে দেখা গেছে, হামলাস্থলে অন্তত একটি গর্ত রয়েছে। লেবাননের নিরাপত্তা সূত্রগুলো বলেছে, হামলা চলছে এমন একটি এলাকায় যেখানে সাধারণত শীর্ষ হিজবুল্লাহ কর্মকর্তারা থাকেন।

 

হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে প্রায় ১ বছরের সংঘাতে বৈরুতে এটিই সবচেয়ে ভারি হামলা।

 

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জাতিসংঘ ভাষণে হিজবুল্লাহর বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করার পর বৈরুতে ইসরায়েলি সেনাবাহিনীর এই তুমুল বিমান হামলা শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *