
লেবাননের রাজধানী বৈরুতের মধ্যাঞ্চলে একটি ভবনে গতকাল বুধবার মধ্যরাতের পর ইসরায়েলের বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ছয়জনে দাঁড়িয়েছে। সেখানে অবস্থান করা আল–জাজিরার এক প্রতিনিধি এ তথ্য জানিয়েছেন।
আল–জাজিরার প্রতিনিধি লরা খান বলেন, ‘এখন পর্যন্ত আমরা ছয়জন নিহত হওয়ার খবর জানতে পেরেছি। দুজন ঘটনাস্থলেই মারা যান। বাকিরা হাসপাতালে মারা যান। হাসপাতালে এখনো সাতজন চিকিৎসাধীন আছেন।’
হিজবুল্লাহর সঙ্গে লড়াইয়ে ইসরায়েলের ৮ সেনা নিহত
গতকাল রাতে বৈরুতের মধ্যাঞ্চলের যে ভবনে হামলা হয়েছে, সেখানে হিজবুল্লাহর একটি ‘স্বাস্থ্য ইউনিট’ ছিল। হামলার পর বহুতল ভবনটিতে আগুন ধরে যায়।
লেবাননে গত ২৪ ঘণ্টায় ইসরায়েলের হামলায় ৪৫ জন নিহত এবং আরও ৮৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।