মোঃ সোহেল রানা সিআইপির উদ্যাগে বানবাসীদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্পেইন।

মোঃ সোহেল রানা সিআইপির উদ্যাগে বানবাসীদের জন্য ফ্রি মেডিকেল কম্পেইন।

নিজস্ব প্রতিবেদক।

কুমিল্লা আদর্শ সদর উপজেলার কালীর বাজার ইউনিয়নের বেলুনগরের বাসিন্দা প্রবাসী মোঃ সোহেল রানার সিআইপির উদ্যাগে বানবাসীদের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়েছেগত ২৬ আগস্ট সকাল থেকে একঝাঁক মেডিকেল এসিস্টেন্ট বুড়িচং উপজেলার বন্যায় কবলিত বিভিন্ন আশ্রয় কেন্দ্রের মানুষের মাঝে এ সেবা প্রদান করেছেন।এ সময় মেডিকেল এসিস্টেন্ট মোঃ ইফতেখার আলম সবুজ জানান; আমরা এখানে এসে জ্বর ঠান্ডা কাশি, চুলকানীর রেগী বেশী পেয়েছি প্রায় কয়েকশ মানুষের সেবা দিতে সক্ষম হয়েছি। আলহামদুলিল্লাহ – আমরা সবাই ঠাকুরপারা মেডিকেল এসিস্টেন্টের স্টুডেন্ট। ইনশাআল্লাহ এ ধারা অব্যাহত থাকবে। যতদিন মানুষ প্রয়োজন ততদিন আমদের টিম এখানে কাজ করবে। বিষেশ কৃতজ্ঞতা প্রকাশ করছি মোঃ সোহেল রানা সিআইপির জন্য তিনি আমাদের আর্থিক সহায়তা প্রদান করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *