
৫১ শক্তিপীঠের অন্যতম হল সাতক্ষীরার যশোরেশ্বরী মন্দির। সেখানে প্রতিষ্ঠিত দেবীর জন্যে একটি মুকুট উপহার দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই মুকুটই সস্প্রতি চুরি গিয়েছে বলে অভিযোগ উঠল। আর তা নিয়েই বাংলাদেশ সরকারকে বার্তা দিল ভারত।
1/5সাতক্ষীরায় যশোরেশ্বরী দেবীর মুকুট চুরির ঘটনায় এবার বাংলাদেশের ইউনুস সরকারকে কড়া বার্তা ভারতের। ঢাকায় অবস্থিত ভারতী হাইকমিশন এই নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। একটি সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে তারা সেই বিষয়টি ব্যক্ত করেছে। তাতে তদন্ত করে দোষীর বিরুদ্ধে কড়া সাজার দাবি তোলা হয়েছে। জানা গিয়েছে, ভারতের তরফ থেকে বাংলাদেশ সরকারের সঙ্গে এই নিয়ে যোগাযোগ করা হয়েছে এবং কড়া বার্তা দেওয়া হয়েছে।
2/5ভারতীয় হাইকমিশনের তরফ থেকে সোশ্যাল মিডিয়া পোস্টে লেখা হয়েছে, ‘আমরা জানতে পেরেছি যে সাতক্ষীরার যশোরেশ্বরী কালী মন্দির থেকে দেবীর মুকুট চুরি হয়ে গিয়েছে। ২০২১ সালে নরেন্দ্র মোদী এসে সেই মুকুট উপহার দিয়েছিলেন। এই বিষয়টি নিয়ে আমরা গভীর ভাবে উদ্বিগ্ন। আমরা বাংলাদেশ সরকারের কাছে আবেদন করছি যাতে তারা শীঘ্রই তদন্ত করে সেই মুকুট ফেরত পায় এবং দোষীতে কড়া শাস্তি দেওয়া হয়।’