মোহাম্মদপুর থেকে ১৫-১৬ জন গডফাদার আটক: মেজর নাজিম।

বিস্তারিত

মোহাম্মদপুর থেকে ১৫-১৬ জন গডফাদার আটক: মেজর নাজিম

রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান, চাঁদ উদ্যানসহ শের-ই- বাংলা থানাধীন বিভিন্ন এলাকায় ডাকাতি, ছিনতাই চলছিল অনেকদিন ধরে। এ ঘটনায় অভিযান পরিচালনা করে ২ জনসহ ৪৫ সন্ত্রাসীকে আটক করা হয়েছে। তার মধ্যে ১৫ থেকে ১৬ জন গডফাদার বা লিডারকে ধরা হয়েছে বলে জানায় সেনাবাহিনী।

রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান, চাঁদ উদ্যানসহ শের-ই- বাংলা থানাধীন বিভিন্ন এলাকায় ডাকাতি, ছিনতাইয়ের দৃশ্য। পাশে আটককৃতদের ছবি

রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান, চাঁদ উদ্যানসহ শের-ই- বাংলা থানাধীন বিভিন্ন এলাকায় ডাকাতি, ছিনতাইয়ের দৃশ্য। পাশে আটককৃতদের ছবি

 

শনিবার (২৬ অক্টোবর) মধ্যরাতেই সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন ২৩ ইস্ট বেঙ্গলের উপঅধিনায়ক মেজর নাজিম আহমেদ (পিএসসি)।

 

 

সেনাবাহিনীর বসিলা ক্যাম্পে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

 

আরও পড়ুন: ছিনতাই-ডাকাতি রোধে মোহাম্মদপুরে চলছে অভিযান, আটক ৪১

 

তিনি বলেন, শনিবার বাংলাদেশ সেনাবাহিনীর ২৩ ইস্ট বেঙ্গল এক অভিযান পরিচালনা করে। শুক্রবার রাতে বসিলা সুপারশপে ডাকাতির ঘটনার ২ জনসহ ৪৫ জন সন্ত্রাসীকে আটক করা হয়েছে। মূল হোতা আসলামকেও আটক করা হয়েছে। এ সময় তাদের ব্যবহৃত বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

 

মেজর নাজিম আহমেদ বলেন, ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেয়ার পর থেকে এ পর্যন্ত আমরা ১৯৭ জনকে আটক করেছি। ২৭টি গ্যাংয়ের সন্ধান পেয়েছি মোহাম্মদপুর এলাকায়। এরমধ্যে জেনেভা ক্যাম্পেই প্রায় ৩০-৪০ শতাংশ রয়েছে। যাদের আটক করেছি, তাদের মধ্যে ১৫ থেকে ১৬ জন গডফাদার বা লিডারকে আমরা ধরেছি। এদের সবাই চাঁদাবাজি, ডাকাতি করতেন। অফিসগামী মানুষ, স্কুলগামী শিক্ষার্থীসহ সাধারণ মানুষ এদের দ্বারা ভুক্তভোগী। এমন আরও অনেকে আছেন। সেজন্য আমাদের অভিযান অব্যাহত থাকবে।

 

আমাদের এ অভিয়ানের সাথে র‌্যাব ও পুলিশ ছিল এবং আটককৃতদের থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *