যুক্তরাজ্যে আরাফাত রহমান কোকো মেমরিয়াল ক্রিকেট টুর্নামেন্ট; ফাইনালে চ্যাম্পিয়ন হবিগঞ্জ

যুক্তরাজ্যে আরাফাত রহমান কোকো মেমরিয়াল ক্রিকেট টুর্নামেন্ট; ফাইনালে চ্যাম্পিয়ন হবিগঞ্জ

 

 

মারুফ আহমেদ।।

আরাফাত রহমান কোকো মেমরিয়াল ক্রিকেট টুর্নামেন্ট, ইউকে ২০২৪-এ চ্যাম্পিয়ন হয়েছে হবিগঞ্জ। মঙ্গলবার অনুষ্ঠিত ফাইনালে তারা ফরিদপুরকে ১৪ রানে হারিয়ে শিরোপা জিতেছেন। যুক্তরাজ্যে ‘আরাফাত রহমান কোকো মেমরিয়াল ট্রান্স’ কর্তৃক আয়োজিত টুর্নামেন্টের ফাইনালে প্রথমে ব্যাটিংয়ে নামা হবিগঞ্জ নির্ধারিত ১৩ ওভারে ৫ উইকেটে ১১৯ রান করে। দলটির হয়ে সারওয়ার ১৯ ও তোফায়েল ২৬ রানের ইনিংস খেলেন। জবাবে নির্ধারিত ওভারে ৯ উইকেটে ১০৫ রান তুলতে পারে ফরিদপুর। শিরোপা নির্ধারিত ম্যাচে ফরিদপুরের হয়ে খেলেছেন মোহাম্মদ আশরাফুল ও ইমরুল কায়েস। তবে রান পাননি তারা। ওপেনিংয়ে নেমে আশরাফুল ১০ ও ওয়ান ডাউনে নামা ইমরুল ৮ রানে আউট হন। ২০ রানে ৫ উইকেট নিয়ে ম্যাচসেরা হবিগঞ্জের মইন।

আয়োজক কমিটির সদস্য বাংলাদেশী প্রবাসী ফারুক হোসেন বলেন, ‘ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কনিষ্ট পুত্র আরাফাত রহমান কোকো ছিলেন একজন মেধাবী ক্রীড়া সংগঠক। প্রতি বছরের ন্যায় এবারও আমরা তার স্মরণে এই টুর্নামেন্টের আয়োজন করেছি। ভবিষ্যতে আরো বড় পরিসরে কোকো টুর্নামেন্ট আয়োজন করতে আমরা বদ্ধপরিকর।’

ফারুক হোসেন কুমিল্লা বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের দুর্গাপুর গ্রামের ইঞ্জিনিয়ার আবুল বাশারের ছেলে। দেশে এবং বিদেশে তিনি মানবিক ও পরোপকারী কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত রাখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *