রমনা ইন্টারন্যাশনাল মটরসে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে ক্যান্টনম্যান্ট আমতলী রমনা ইন্টারন্যাশনাল মটরস নামের একটি কার শো-রুম রয়েছে। বিগত কিছুদিন পূর্বে ইলেকট্রিক শর্ট সার্কিটের আগুনে প্রায় বেশ ক্ষয় ক্ষতি হয়। ভাগ্যবসত ; তখন শো-রুমে কোন গাড়ী ছিলো না কারণ কুমিল্লা বুড়িচংয়ের বানবাসীদের জন্য আশ্রয় কেন্দ্র হিসেবে বরাদ্দ করা হয়েছিল। যার ফলে সকল গাড়ী অন্য জায়গায় স্থানান্তর করা হয়েছে।

১৭ সেপ্টেম্বর মঙ্গলবার এ কার শো-রুম টি আবারও দোয়া মোনাজাতের মাধ্যমে কার্যক্রম শুরু করেছেন। উক্ত দোয়া অনুষ্ঠানে বিভিন্ন ওলামায়ে কেরামদের উপস্থিতিতে দোয়া মোনাজাত করেন ; নাগাইশ দরবার শরীফের পীর বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ মোশতাক ফয়েজী পীর সাহেব।

অনুষ্ঠানটি আছরের নামাজের পর দোয়া মোনাজাতের প্রথম পর্ব শেষ হয়। দ্বিতীয় পর্বে মাগরীবের নামাজের পর বিভিন্ন সামাজিক, সাংগঠনিক এবং রাজনৈতিক ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠানটির পরিচালক মোঃ রফিকুল ইসলাম বলেন; এটি একটি ব্যবসায়ীক এবং কর্মাশীয়াল প্রতিষ্ঠান এখানে দলমত নির্বিশেষে সকল মানুষের সাথে সু সম্পর্ক রাখাও ব্যাবসায়ীক পলিসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *