রাজারবাগী ভন্ড এ আকিদার প্রতিষ্ঠান হতে দেয়া যায় না – খতিব, ধনুয়াখলা বড় জামে মসজিদ।

এইচ. এম. তামীম আহাম্মেদ।।

শুক্রবার ১৮ জুলাই জুম্মার নামাজের বয়ানে ধনুয়াখলা বড় জামে মাসজিদের খতিব আলহাজ্ব মাওঃ মোঃ নাছিম উদ্দিন  এ কথা বলেন।  তিনি আরও বলেন ; এ ধরনের প্রতিষ্ঠান শুধু এ এলাকায় নয়, কুমিল্লা জেলাতে হতে দেয়া যাবে না কারণ রাজার বাগী ভন্ড  এ আকিদার প্রতিষ্ঠান হলে ঈমান ধ্বংস হয়ে যাবে।  ইসলামকে হেফাজত করতে মুসলমান ভাইদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়ে উলামায়ে কেরামদের সাথে থাকার আহবান জানান৷

 

বলা বাহুল্য; কুমিল্লা আদর্শ সদর উপজেলার কালীর বাজার ইউনিয়নের ধনুয়াখলা পূর্ব পারায় অবস্থিত বিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন সমালোচিত ভন্ড আকিদার রাজারবাগ শরীফের আঁকড়া  নির্মানাধীন মোহাম্মাদিয়া জামিয়া শরীফ এতিমখানা ও মাদ্রাসা নামের একটি ভবনের কাজ চলমান।

তথ্য বলে; দীর্ঘদিন যাবক কালীর বাজার ইউপির সকল গড়নার  উলামায়ে কেরাম কয়েকধাপে বিভিন্নভাবে মাদ্রাসার কমিটিকে রাজারবাগ ভন্ড – এ আকিদার প্রতিষ্ঠান হলে উম্মাহের ঈমান ধ্বংস হবে বলে বুঝাতে চেয়েছেন।  কিন্তু তাঁরা উলামায়ে কেরামকে বৃদ্ধাআঙ্গুল দেখিয়ে তাদের কাজ চলমান রাখছেন৷ এ নিয়ে উলামায়ে কেরাম এ ভন্ড আকিদার প্রতিষ্ঠান বন্ধে জেলা ডিসি, এসপি,ইউএনও এবং  ইউপি চেয়ারম্যান বরাবর স্মারকলিপি জমা দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *