
এইচ.এম.তামীম আহাম্মেদ।।
রাজাবাগী সম্পর্কে এখন যা জেনেছি তা জানতাম না ‘হক্কানী ওলামাদের নিয়ে মাদ্রাসা প্রতিষ্ঠিত হবে বলে জানিয়েছেন ; সমালোচিত নির্মানাধীন সে প্রতিষ্ঠানের সভাপতি ইরানী।
বুধবার (৯ জুলাই) বিকেল ৫ টায় কুফর ও শিরক প্রতিরোধ কমিটির উদ্যোগে কুমিল্লা আদর্শ সদর উপজেলার কালীর বাজার ইউনিয়নের ধনুয়াখলা আহমদিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার মসজিদে মুসলিম উম্মাহের ঐক্য ও ঈমান সংরক্ষণের লক্ষ্যে সেমিনার শেষে তিনি এমন কথা বলেন৷
তিনি আরও বলেন; এ প্রতিষ্ঠানের শুরু থেকে আমি আছি। আমাকে তাঁরা সভাপতি বানিয়েছেন। আল্লাহর রহমতে অনেক টাকা অনুদান তুলে দিয়েছি। যদি এ প্রতিষ্ঠান দ্বীনের সঠিক পথে থাকে তাহলে আমি আছি। না হয় আমিও থাকব না৷ যতদিন আহলে হক্কপ্রন্থী না হবে প্রতিষ্ঠাতা মাওলানা মুফীদ্বুর রহমান। ততদিন প্রতিষ্ঠানের সাথে কোন সম্পৃত্ততা থাকবে না। আগামী ১৩ জুলাই রবিবার সকাল ১০ টায় – নির্মানাধীন ঐ ভবনে সকল গরনার ওলামায়ে কেরামদের নিয়ে বৈঠক হবে বলে দাওয়াত করেছেন তিনি।
এ সময় কুফর ও শিরক প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব মাওঃ মোঃ হাফেজ আহমদের সভাপতিত্বে , প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আলোচক মুফতী আমজাদ হোসাইন, বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন ; কালীর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নুরুল ইসলাম সিআইপি। তাছাড়া কালীর বাজার ইউনিয়নের সকল গড়নার ওলামায়ে কেরামগণ উপস্থিত ছিলেন।
সেমিনারটিতে স্পস্টভাবে কুরআন হাদিস কর্তৃক দলিলের মাধম্যে প্রমাণিত হয় “রাজারবাগ ভন্ড”।