লালপুরে ভাংচুরের দায়ে ২৪ আওয়ামী লীগ নেতাকর্মীর নামে মামলা!

লালপুরে ভাংচুরের দায়ে ২৪ আওয়ামী লীগ নেতাকর্মীর নামে মামলা!

নাটোরের লালপুরে বাড়ি ভাংচুরের দায়ে ২৪ আওয়ামী লীগ নেতাকর্মীর নামে মামলা দায়ের হয়েছে।

শনিবার রাতে বিষয়টি নিশ্চিত করা গেছে। মামলাটি দায়ের করেছেন মিল্টন নামে এক বিএনপি সমর্থক।

 

মামলা সূত্রে জানা যায়, ২০২৩ সালের ৩ সেপ্টেম্বর সকাল ১১ টার দিকে উপজেলার কদিমচিলান ইউনিয়নের ডাঙাপাড়া চিলান গ্রামের মিল্টনের বাড়ি ভাঙচুর চালানো হয়। এঘটনায় কদিমচিলান ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য আনসারুল ইসলাম, লালপুরে আওয়ামী লীগের একাংশ সাবেক এমপি বকুল সমর্থিত কদিমচিলান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম শফি, সাধারণ সম্পাদক মাজেদুর রহমান, কদিমচিলান ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি জাহাঙ্গীর হোসেন সহ ২৪ জনের নামে লালপুর আমলী আদালতে মামলা দায়ের করেন মিল্টন।

 

এবিষয়ে মিল্টন সাংবাদিকদের জানান, সেই সময় আওয়ামী লীগের প্রভাবে মামলা করতে পারেন নি৷ স্বৈরাচার সরকারের পতনের পর এই ঘটনার সুষ্ঠ তদন্ত করে বিচারের দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *