
নিজস্ব প্রতিবেদক।।
সালটা ছিলো ২০২২খ্রীঃ ১৬ ই নভেম্বর৷ গভীর রজনী। চারিদিকে সবাই ঘুমে মগ্ন। আমি জায়নামাজে রবের দরবারে। হঠাৎ চিন্তা আসল; এ জগতে লিখি কিন্তু প্রতিনিয়ত কেহ ছাপে আবার কেহ ছাপে না৷ লেখালেখির একটা তীব্র ইচ্ছে থাকা সত্ত্বেও আনন্দ পেতাম না। বিভিন্ন কৌশল অবলম্বন করতাম। যদিও তখন কুমিল্লার একটি প্রিন্ট পত্রিকায় নিয়মিত কাজ করতাম। কিন্তু মনের মতো হতো না। জায়নামাজ থেকে উঠেই “আলোকিত কালীর বাজার ” নামে একটি পেইজ খুললাম। এখানেই টুকটাক লিখতাম – ধীরে ধীরে মানুষও তা একটু একটু পছন্দ করতে লাগলো। আমিও আনন্দ পেতে শুরু করি – কয়েকদিন এ নামে পেইজ চালানোর পর মনে হলো নামটা বড় হয়ে গেছে – তাই – নাম পাল্টিয়ে কেবিটিভি ডটকম নামকরণ করি। এ নামটাও কেমন কেমন যেন তাই ২৪ সেপ্টেম্বর নামকরণ করা হলো কেটিভি নিউজ৷ এর পর থেকে বিভিন্ন ভিডিও তৈরী করতাম। পেইজে তখন ফলো ছিলো ১০০ জন – এটাও আমার কাছে অনেক। কারণ একজন নিয়ে পথচলা পেইজটা ১০০ তে পা দিয়েছে। তাই শুকরিয়া আদায় করতাম মনিবের নিকট। এভাবেই চলতে থাকে ১ বছর। ফলোয়ার বাড়তে থাকে – জনপ্রিয়তা বাড়ে। মানুষের মনে জায়গা করে কেটিভি নিউজ। বিভিন্ন বিষয়ে ডুকোমেন্টারী, প্যাকেজ নিউজ সহ লাইভ ভিডিও তৈরী হতো বেশী। বেশীর ভাগ ভিডিও ছিলো; কুমিল্লা আদর্শ সদর উপজেলার কালীর বাজার ইউনিয়নের। ২৪ সালে এসে আর পিছনে ঘুরে তাকাতে হয় নি আলহামদুলিল্লাহ ” সবাই পছন্দ করা শুরু করল। করবেই না কেন; মানবিক কাজে কে টিভি’র ভূমিকা ছিলো অভুলনীয়।
লেখালেখির তীব্র ইচ্ছে থেকেই তৈরী পেইজটি আজ অনলাইন পত্রিকা৷ একজন ছোট লেখক হিসেবে আর যেন কিছু চাওয়ার নেই রবের নিকট। অনেক প্রিয় মানুষের সাপোর্ট পেয়েছি “আলহামদুলিল্লাহ” তবে বলে রাখি সবসময় নিজের সর্বোচ্চ দিয়েই চেষ্টা করতাম মানুষের মন জয় করার। আমরা অনেকেই বলি লেখক হতে চাই কিন্তু পরিশ্রম করতে রাজি না ” কপি পেস্ট করতেই ব্যস্ত, সদ্য লেখক হতে চাওয়া প্রিয় সহযোদ্ধারা। একজন ভালো লেখক হতে পড়ার বিকল্প নেই এতো সময় কই! তাই হয়তো এমনটা করে।
মনে রাখা উচিৎ লেখক অবশ্যই পড়তে হবে – লেখক এবং পাঠকের পড়ার মধ্যে পার্থক্য থাকতে হবে। পাঠক পড়বে, হাসবে, কাঁদবে ইমোশনাল হবে। কিন্তু লেখক ; পড়বে হাসার পর চিন্তা করবে কেন হাসলাম ? কাঁদার পর চিন্তা করবে কেন কাদলাম? ইমোশনাল হওয়ার পর চিন্তা করবে কেন ইমোশনাল হলাম? এই পার্থক্যগুলো ধরে পড়লেই একজন ভালো লেখক হওয়া সম্ভব৷
পরিশেষে ; মহামনীবের দয়ায় গত ২২ জানুয়ারী আমাদের কেটিভি নিউজের অনলাইন পত্রিকার কাজ শুরু হয়েছে৷ ২২ জানুয়ারী ২০২৫ খ্রীঃ বুধবারের এটাই প্রথম নিউজ আপলোড৷ শুরু থেকে যেভাবে সকলে পাশে ছিলেন এখনও আগের মতো থাকবেন বলে আশাবাদী৷ সকলের নিকট দোয়া এবং সর্বাদিকের সাপোর্ট প্রত্যাশী৷