৪ প্রবাসীর শখপূরণে কালীর বাজার মাঠে নামবে হেলিকপ্টার, ঢাকা যেতে আগ্রহীদের যোগাযোগের আহবান।

নিজস্ব প্রতিবেদক।

কুমিল্লা আদর্শ সদর উপজেলার কালীর বাজার ইউনাইটেড পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠে আগামী ২৩ ই মার্চ চার জন সৌদি প্রবাসীর শখপূরণে কালীর বাজার মাঠে নামবে হেলিকপ্টার।

সেদিন যারা হেলিকপ্টার যোগে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর যেতে আগ্রহী তাদের দ্রুত যোগাযোগের জন্য আহবান করেছেন আয়োজকরা। যাতায়াত খরচ আলোচনা সাপেক্ষে। মোবাইল :- 01814993533

চারজন প্রবাসী হলেন ; মোঃ ইয়াছিন,মোঃ আবুল কালাম,মোঃ এরশাদ, মোঃ আঃকাদের তারা সকলে কালীর বাজার ইউনিয়নের যশপুর গ্রামের বাসিন্দা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *