৫ই আগস্টের বিপ্লবে অংশ নেয়া সকল রাজনৈতিক দলকে নিয়ে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে – মাওলানা মোহাম্মদ নেছার উদ্দিন

৫ই আগস্টের বিপ্লবে অংশ নেয়া সকল রাজনৈতিক দলকে নিয়ে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে

– মাওলানা মোহাম্মদ নেছার উদ্দিন

 

 

 

 

স্টাফ রিপোর্টার।।

৫ ই আগষ্টের ছাত্র-নাগরিক বিপ্লবকে কোন একক গোষ্টির সম্পত্তিতে পরিণত করতে দেয়া হবেনা। বিপ্লবে অংশ নেয়া সকল রাজনৈতিক দলকে নিয়ে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি সাবেক ছাত্রনেতা মাওলানা মোহাম্মদ নেছার উদ্দিন।

 

শুক্রবার (২২ নভেম্বর) চান্দিনা পৌর কমিউনিটি সেন্টারে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলার উদ্যোগে ওয়ার্ড প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

তিনি আরো বলেন,আগামীর নতুন বাংলাদেশকে নেতৃত্ব দিতে ইসলামী যুব আন্দোলনকে প্রস্তুতি নিতে হবে, বৈষম্যহীন কল্যাণ  রাষ্ট্র প্রতিষ্ঠায় সর্বস্তরের যুব সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে! আগামি ১৭ জানুয়ারি ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় যুব কনভেনশন সফল করতে তৃণমূল নেতাকর্মীদের প্রস্তুতি নিতে আহবানও জানান তিনি।

 

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা উত্তর এর সভাপতি কে এম হুমায়ুন কবির এর সভাপতিত্বে আয়োজিত প্রতিনিধি সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি জেনারেল প্রকৌশলী শেখ মুহাম্মদ মারুফ বলেন, জনসেবা ও দুর্নীতি প্রতিরোধে যুব সমাজকে সচেতন করে ঐক্যবদ্ধ যুব শক্তিতে রুপান্তর করতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কাজ করে যাচ্ছে।

 

কুমিল্লা জেলা উত্তর-এর সাধারণ সম্পাদক মুফতী রাশেদুল ইসলামের  সঞ্চালনায় আয়োজিত সম্মেলনে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ ইলিয়াস হাসান, কেন্দ্রীয় শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোরশেদুল আলম, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় দাওয়াহ বিষয়ক সম্পাদক শাইখুল হাদিস মাওলানা মাহবুবুর রহমান আশরাফী, কুমিল্লা পশ্চিম জেলার সভাপতি সাইফুল্লাহ সাইফ, কুমিল্লা দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক হাবিবুন্নবী ইমন ।

 

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা উত্তর এর সহ-সভাপতি মাওলানা আবুল কালাম কাসেমী, চান্দিনা উপজেলার  সহ-সভাপতি মাওলানা খায়রুল ইসলাম ফরাজী, সেক্রেটারি সাইফুল ইসলাম সরকার,ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ  কুমিল্লা উত্তর জেলা সহ-সভাপতি আ ম ম উবাইদুল হক, কুমিল্লা দক্ষিণ জেলা সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ জিল্লুর রহমান ,কুমিল্লা উত্তর জেলা সাংগঠনিক সম্পাদক জি এম সাইফুল ইসলাম ,অর্থ সম্পাদক নুরুল ইসলাম উসমানী , দফতর সম্পাদক মুফতী মুহাম্মদ নাঈম,প্রচার সম্পাদক মাওলানা মুহাম্মদ মাহদী হাসান, প্রকাশনা সম্পাদক মেহেদী হাসান মুন্সী,বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জোবায়ের খান ফরাজী সহ প্রমুখ নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *