
দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি
দেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী জেলা কুমিল্লাকে বিভাগ ঘোষণার দাবিতে দাউদকান্দিতে এক শান্তিপূর্ণ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
“কুমিল্লা এগুলে-এগুবে বাংলাদেশ” স্লোগানকে সামনে রেখে আজ বুধবার (১৫ অক্টোবর) সকাল ১০টায় দাউদকান্দি উপজেলার বিআরটিসি বাসস্ট্যান্ড সংলগ্ন বলদাখাল এলাকায় এই কর্মসূচির আয়োজন করে আলোর দিশারী মানবসেবা সংগঠন।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশের ৬৪টি জেলার মধ্যে কুমিল্লা অন্যতম অগ্রসর জেলা। শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, ক্রীড়া ও শিল্পকলার সব ক্ষেত্রেই এই জেলার গৌরবময় ঐতিহ্য রয়েছে। দেশের সামগ্রিক উন্নয়ন এবং জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের জন্য অবিলম্বে কুমিল্লা নামেই বিভাগ গঠন জরুরি। এর মাধ্যমে শুধু এই অঞ্চলের নয়, বরং দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সামাজিক অগ্রগতি নিশ্চিত হবে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা সাংবাদিক লিটন সরকার বাদল, মোল্লা সোহেল, মিজান তালুকদার, মো. ফরহাদ, রাসেল মিয়া, সভাপতি জাহিদ তালুকদার, সাধারণ সম্পাদক রাসেল আহমেদ, সিনিয়র সভাপতি সাইদুল ইসলাম রিয়াদ, পরিচালক জয়া সরকার, সাহিন সরদার, সাখাওয়াত হোসেন, আশরাফুল আলম, মো. আলমগীর, মোল্লা সিয়াম, তাজুল ইসলাম, মো. রপোম, ইয়াসিন আরাফাত, এসবি সুমন, রাসেল তালুকদার, নয়ন মিয়া, ফয়সাল সিকদারসহ অন্যান্য সদস্যরা। এছাড়াও এই মানববন্ধনে নারীসহ উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে আসা শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী এবং নানা শ্রেণি-পেশার বহু মানুষ অংশগ্রহণ করে কুমিল্লা নামে বিভাগ বাস্তবায়নের দাবির প্রতি একাত্মতা প্রকাশ করেন।
উপস্থিত অংশগ্রহণকারীরা ঐক্যবদ্ধভাবে হাত উঁচিয়ে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে কুমিল্লা নামেই বিভাগ বাস্তবায়নের জোর দাবি জানান। তারা দৃঢ়ভাবে ঘোষণা দেন-কুমিল্লা নামেই নতুন বিভাগ গঠিত হলে উন্নয়নের ধারায় পুরো অঞ্চল আরও এগিয়ে যাবে, যা দেশের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
দীর্ঘদিন ধরে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসা কুমিল্লাকে আলাদা বিভাগ ঘোষণার দাবি এখন সময়ের দাবিতে পরিণত হয়েছে। সাহিত্য, সংগীত, শিক্ষা, শিল্প ও বাণিজ্যে সমৃদ্ধ এই জনপদ দেশের ভৌগোলিক ও অর্থনৈতিক গুরুত্বের বিবেচনায় একটি পূর্ণাঙ্গ বিভাগের মর্যাদা পাওয়ার দাবি রাখে